মকুব হচ্ছে না বিনোদন কর

২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিনোদন কর বাকি রয়েছে বইমেলার। পুরসভার খাতায় বকেয়া অঙ্ক ১৫ লক্ষ ৬১ হাজার টাকা। এর মধ্যে একমাত্র ২০০৮ সালে বইমেলার বিনোদন কর মকুব করেছিল পুরসভা। এবছরও কর মকুবের অনুরোধ জানায় গিল্ড।

Updated By: Jan 19, 2012, 01:36 PM IST

২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিনোদন কর বাকি রয়েছে বইমেলার। পুরসভার খাতায় বকেয়া অঙ্ক ১৫ লক্ষ ৬১ হাজার টাকা। এর মধ্যে একমাত্র ২০০৮ সালে বইমেলার বিনোদন কর মকুব করেছিল পুরসভা। এবছরও কর মকুবের অনুরোধ জানায় গিল্ড। তবে পুরসভার মেয়র পারিষদের আজকের বৈঠকে ঠিক হয়েছে এবছর কর মকুবের প্রশ্ন নেই। মেয়র পারিষদ ফারজানা চৌধুরী বলেছেন, পুরসভার এমনিতেই ভাঁড়ে মা ভবানী অবস্থা। এই অবস্থায় বিনোদন কর মকুব করা সম্ভব নয়। বইমেলা করে কোটি কোট টাকার ব্যবসা করছে গিল্ড। কাজেই কর মকুবের কোনও প্রশ্নই নেই।

.