Abhishek Banerjee: হয় পারফর্ম করো নয়তো পদ ছাড়ো! অভিষেকের 'বিরতি' কি সরকারকে বার্তা?

Abhishek Banerjee:  'অসুস্থতা'র কারণে সংগঠন থেকে সাময়িক 'বিরতি' নেওয়ার পাশাপাশি অভিষেকের বক্তব্যে 'কেন্দ্র-রাজ্য সংঘাতে'র জেরে 'মৌলিক অধিকার উপেক্ষিত' হওয়ার প্রসঙ্গ! জোরালো হচ্ছে জল্পনা।

Updated By: Jun 13, 2024, 02:16 PM IST
Abhishek Banerjee: হয় পারফর্ম করো নয়তো পদ ছাড়ো! অভিষেকের 'বিরতি' কি সরকারকে বার্তা?

মৌপিয়া নন্দী ও প্রবীর চক্রবর্তী: হয় পারফর্ম করো নয়তো পদ ছাড়ো। পঞ্চায়েত, পুরসভা এমনকি মন্ত্রিত্বের ক্ষেত্রেও ২০২৬-এর আগে এই নীতি গৃহীত হওয়া উচিত। স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল আর রাস্তা এই ৪ ক্ষেত্রে আরও কাজ করতে হবে। নবজোয়ার কর্মসূচিতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করতে হবে। ঘনিষ্ঠ সূত্রে খবর দলের অন্দরে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। পাশাপাশি, সূত্রের খবর, অভিষেক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর প্রশাসন বা সরকারে যোগ দেওয়ার কোনও অভিপ্রায় নেই। তবে ওড়িশায় বিজু জনতা দলের সঙ্গে যা ঘটেছে, তা থেকে দলের সবার শিক্ষা নেওয়া উচিত। প্রথমে এক্স হ্যান্ডেলে রাজনীতি ও সংগঠন থেকে 'বিরতি' নেওয়ার পোস্ট, আর তারপর দলের অন্দরে অভিষেকের এই বার্তা! স্বাভাবিকভাবেই যা উসকে দিয়েছে নানাবিধ জল্পনা। 

প্রসঙ্গত, গতকাল এক্স-হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন অভিষেক। যেখানে তিনি জানান, চিকিৎসার কারণে রাজনীতি ও সংগঠন থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন। সাংগঠনিক কাজ থেকেও দূরে থাকবেন। এক্স-হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘দীর্ঘদিন ধরে যে শারীরিক সমস্যা চলছে, সেটার কারণে আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি।’ পাশাপাশি, অভিষেক এক্স-হ্যান্ডেলে আরও লেখেন, 'গতবছর এরকম সময়ে নবজোয়ার যাত্রায় অংশ নিয়ে গোটা বাংলা ঘুরে দেখার এবং মানুষের সমস্যা বোঝার সুযোগ হয়েছিল আমার। একশ দিনের কাজ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া ও মূল্যবৃদ্ধির কারণে মানুষকে কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সে ব্যাপারেও আমার সম্যক ধারণা হয়েছিল। তা আমাকে গভীরভাবে প্রভাবিত করে।' 

পাশাপাশি তিনি আরও লেখেন, '২০২৪ লোকসভা ভোটের ফলাফল মানুষের রাগ ও হতাশা চোখে আঙুল দিয়ে স্পষ্ট দেখিয়ে দিচ্ছে, বিশেষত কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে বাসস্থানের যে মৌলিক অধিকার তা উপেক্ষিত হওয়ায়। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যে এর সমাধান করব বলে প্রতিশ্রুতি দিয়েছি। এই বিষয়টি অগ্রাধিকার দেওয়ার জন্য আমি ইতিমধ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি।' এখানেই শেষ নয়। অভিষেক আরও লিখেছেন,আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভালভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।' 

খুব স্বাভাবিকভাবেই এক্স -হ্যান্ডেলে অভিষেকের এই বক্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, সরকারকে কি কোনও বার্তা দিলেন অভিষেক? 'অসুস্থতা'র কারণে সংগঠন থেকে সাময়িক 'বিরতি' নেওয়ার পাশাপাশি নিজের বক্তব্যে 'কেন্দ্র-রাজ্য সংঘাতে'র জেরে 'মৌলিক অধিকার উপেক্ষিত' হওয়ার প্রসঙ্গ তুলে সরকারকেও কি কোনও 'প্রচ্ছন্ন' বার্তা দিলেন দলের নাম্বার টু অভিষেক?

আরও পড়ুন, Soumitra Khan: '১৮ বছর পর পুরনো আমিটাকে ফিরে পেলাম', জামাইষষ্ঠী খেয়ে বললেন সাংসদ সৌমিত্র!

আরও পড়ুন, Dilip Ghosh: বাংলো ছেড়ে শেষবারের মতো বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ! ৭ দিনের মধ্যে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.