সারদা কাণ্ডে ইডির অন্তর্বর্তী তদন্ত রিপোর্ট তৈরি, রিপোর্টে উল্লেখ বহু প্রভাবশালী ব্যক্তির নাম

তৈরি হয়ে গিয়েছে সারদা কাণ্ডে ইডির অর্ন্তবর্তী তদন্ত রিপোর্ট। বুধবার এই রিপোর্ট জমা দেবেন ইডি তদন্তকারীরা। রিপোর্টে উঠে এসেছে অন্তত কুড়ি জন প্রভাবশালী ব্যক্তির নাম। সারদার নিখোঁজ ছশ কোটি টাকার হদিশ পেতে এই প্রভাবশালীদের অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা।

Updated By: May 10, 2014, 05:21 PM IST

তৈরি হয়ে গিয়েছে সারদা কাণ্ডে ইডির অর্ন্তবর্তী তদন্ত রিপোর্ট। বুধবার এই রিপোর্ট জমা দেবেন ইডি তদন্তকারীরা। রিপোর্টে উঠে এসেছে অন্তত কুড়ি জন প্রভাবশালী ব্যক্তির নাম। সারদার নিখোঁজ ছশ কোটি টাকার হদিশ পেতে এই প্রভাবশালীদের অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা।

বুধবারের বৈঠকে তদন্তের পরবর্তী রণ কৌশলের পাশাপাশি প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদের বিষয়টিও চূড়ান্ত করা হবে

শীর্ষ আদালতের নির্দেশে দ্রুততার সঙ্গে সারদার তদন্ত শেষ করতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। তৈরি হয়েছে ইডি তদন্তের অন্তর্বর্তী রিপোর্টও। সারদা কর্তা সুদীপ্ত সেন, দেবযানী মুখার্জি, সুদীপ্ত সেনের স্ত্রী পিয়ালি, ছেলে শুভজিত্ কে গ্রেফতার করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় সত্তর জনকে। এদের মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ, বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংয়ের প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিং, শিল্পী শুভাপ্রসন্ন।

জিজ্ঞাসাবাদ থেকে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্য কর তথ্য।

উঠে এসেছে অন্তত কুড়ি জন প্রভাবশালী ব্যক্তির নাম

এদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রভাবশালী ব্যবসায়ী, শাসক দল ঘনিষ্ট বুদ্ধিজীবী

তদন্তে নেমে সারদার ফরেন্সিক অডিট রিপোর্ট তৈরি করেছে ইডি।

এখন পর্যন্ত সারদার একশ চল্লিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি
...
খোঁজ মেলেনি সারদার দুহাজার চারশ পঞ্চান্ন কোটি টাকার আমানতের
...
মূলত সারদার চারটি সংস্থায় এই টাকা আমানত করা হয়েছিল
...

সারদা ট্রাভেলসের মাধ্যমে আমানত করা হয়েছিল বারোশ আটান্ন কোটি টাকা
সারদা রিয়ালেটির মাধ্যনমে আমানত করা হয় সাতশ তিয়াত্তর কোটি টাকা
সারদা রিসর্ট গার্ডেনের মাধ্যমে আমানত হয় দুশ তিরানব্বই কোটি টাকা
একশ একত্রিশ কোটি টাকা আমানত করা হয়েছিল সারদা হাউজিংএর মাধ্যমে
....
এখনও খোঁজ মেলেনি সারদার ছশ কোটি টাকার
সেবি, রেজিস্ট্রার অফ কম্পানিজ এবং রিজার্ভ ব্যাঙ্কের তফরে অনিয়ম উঠে এসেছে তদন্তে

তদন্তে নেমে সারদার খরচের হিসেবের পাশাপাশি সারদার ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়েছে ইডি। খোঁজ মিলেছে পনেরটি ব্যাঙ্কে ছড়িয়ে থাকা সারদার দুশোর বেশি অ্যাকাউন্টের।

এছাড়াও কাদের মাধ্যমে কোথায় টাকা খাটাতেন সুদীপ্ত সেন সে তদন্তও করেছে ইডি।

বুধবার ভূবনেশ্বরে এই রিপোর্ট নিয়ে তদন্তকারীদের সঙ্গে বৈঠক করবেন ইডি প্রধান রাজেন কাটোজ। তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে প্রভাবশালী ব্যক্তিদের নাম।

সারদার বিপুল অর্থ ভাণ্ডারের খোঁজ পেতে এদেরও জিজ্ঞাসাবাদ করাটা অবিলম্বে প্রয়োজন বলে মনে করছেন ইডির তদন্তকারীরা। । বুধবারের বৈঠকে তদন্তের পরবর্তী রণ কৌশলের পাশাপাশি প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদের বিষয়টিও চূড়ান্ত করা হবে

.