কলকাতা মেট্রোয় ই-পাসের বাধ্যবাধকতা কমল, বাড়ছে ট্রেনও
প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে।
নিজস্ব প্রতিবেদন: আর ই-পাস নিয়ে সঙ্কটে পড়তে হবে না এ বিষয়ে অনভ্যস্ত মেট্রোযাত্রীদের। ই-পাসের বাধ্যবাধকতা ধীরে ধীরে কমাচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বাড়ছে ট্রেনও। আগামী ১৪ ডিসেম্বর থেকে এই নিয়ম লাগু হবে।
আজ, বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো রেল। সেখানে তারা জানিয়েছে, আগামী সোমবার থেকেই ১২টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। এতদিন চলত মোট ২০৪টি ট্রেন। তবে অতিরিক্ত এই সার্ভিস বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যেই মিলবে।
প্রবীণ নাগরিক, মহিলা ও শিশুদের জন্য আর ই-পাস বাধ্যতামূলক নয়। অন্য যাত্রীদের ক্ষেত্রে ই-পাস প্রয়োজন হবে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাকি সময়ে মেট্রোযাত্রায় কারওরই কোনও ই-পাস লাগবে না। রবিবার ই-পাসের প্রয়োজনই পড়বে না। তবে এখনও টোকেন ইস্যু করা হবে না। পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে পর্যন্ত স্মার্টকার্ডেই যাত্রা চলবে।
তবে প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিতই থাকছে।
also read: ভেতর থেকে দরজা লকড! অস্বাভাবিক মৃত্যু রাজডাঙাবাসীর