মদ্যপ যুবকদের তাণ্ডব বালিগঞ্জের দেওদার স্ট্রিটে, একাধিক গাড়ি ভাঙচুর

মদ্যপ যুবকদের তাণ্ডবের জের। উত্তপ্ত বালিগঞ্জ থানা এলাকার দেওদার স্ট্রিট। ভাঙচুর হল রাস্তায় দাঁড় করিয়ে রাখা একাধিক গাড়ি। মদ্যপদের হামলায় আহতও হন বেশ কয়েকজন।

Updated By: Feb 4, 2017, 01:14 PM IST
মদ্যপ যুবকদের তাণ্ডব বালিগঞ্জের দেওদার স্ট্রিটে, একাধিক গাড়ি ভাঙচুর

ওয়েব ডেস্ক : মদ্যপ যুবকদের তাণ্ডবের জের। উত্তপ্ত বালিগঞ্জ থানা এলাকার দেওদার স্ট্রিট। ভাঙচুর হল রাস্তায় দাঁড় করিয়ে রাখা একাধিক গাড়ি। মদ্যপদের হামলায় আহতও হন বেশ কয়েকজন।

অভিযোগ, এর পিছনে থাকতে পারে এলাকা দখলের পুরনো লড়াই। এদিন অবশ্য ঝামেলা শুরু হয় সরস্বতী পুজোর বিসর্জনকে ঘিরে। অভিযোগ, বিসর্জনের মিছিল চলাকালীন এক স্থানীয় ট্যাক্সি চালক সাইড চাওয়ায় বচসা শুরু হয়। তা থেকেই পরে অশান্তি চরমে ওঠে। এলাকায় চলে ভাঙচুর-তাণ্ডব।

আরও পড়ুন, সরস্বতী পুজোয় মাইক বাজানো নিয়ে ধুন্ধমার, কাটা গেল দু'হাতই

সল্টলেকে এভাবেই চলছিল বড়সড় সাইবার প্রতারণা!

 

.