ডিএম, এসপিদের বদলি নিয়ে বিতর্কে কমিশন-সরকার

ডিএম, এসপিদের বদলির নির্দেশ। ৭ এপ্রিলের বদলির নির্দেশ কমিশনের। প্রথমে রাজ্য তা মনতে অস্বীকার করে। পরে নির্দেশ কার্যকর করে রাজ্য। ৯ এপ্রিল বিজ্ঞপ্তি জারি রাজ্যের। ভোট পর্যন্ত বদলি কার্যকরের বিজ্ঞপ্তি।

Updated By: Apr 27, 2014, 11:10 AM IST

ডিএম, এসপিদের বদলির নির্দেশ। ৭ এপ্রিলের বদলির নির্দেশ কমিশনের। প্রথমে রাজ্য তা মনতে অস্বীকার করে। পরে নির্দেশ কার্যকর করে রাজ্য। ৯ এপ্রিল বিজ্ঞপ্তি জারি রাজ্যের। ভোট পর্যন্ত বদলি কার্যকরের বিজ্ঞপ্তি।

রাজ্যের কাছে কৈফিতয় তলব করল নির্বাচন কমিশন। ভোট পর্যন্ত বদলির সময় বেঁধে বিজ্ঞপ্তি। আলোচনা ছাড়াই ভোটের আগে বিজ্ঞপ্তি। আজ ১১টা পর্যন্ত রাজ্যকে সময় কমিশনের।

প্রতিক্রিয়া-

# প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। মুখ্যসচিবের বিজ্ঞপ্তি থেকে তা স্পষ্ট। আতঙ্কে ভুগছেন মুখ্যমন্ত্রী। তাই এ ধরণের কাজ করছেন। - বললেন বিজেপি নেতে শমীক ভট্ট্যাচার্য।

# প্রশাসন নিজের মত চালাচ্ছেন। আইন মানছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে মানছেন না। মুখ্যসচিব কীভাবে সই করলেন?- প্রশ্ন মহম্মদ সেলিমের।

# এধরণের বিজ্ঞপ্তি দেওয়া যায় না। রাজ্যের বিজ্ঞপ্তি নজিরবিহীন। মুখ্য সচিবের সতর্ক হওয়া উচিৎ ছিল।- বললেন প্রাক্তন আমলা বিক্রম সরকার।

.