সারদা কাণ্ডে সুদীপ্ত সেন আর কুণাল ঘোষকে নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি

সারদা কাণ্ডে এবার সুদীপ্ত সেন ও কুণাল ঘোষকে নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি। এখনও পর্যন্ত বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য সামনে এসেছে তা যাচাইয়ের জন্য দুজনকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মনে করছেন ইডি-র গোয়েন্দারা। অন্যদিকে, সারদার তদন্তে আজ প্রাক্তন বাম বিধায়ক আনন্দ বিশ্বাসকে জেরা করে ইডি।

Updated By: Apr 26, 2014, 09:42 PM IST

সারদা কাণ্ডে এবার সুদীপ্ত সেন ও কুণাল ঘোষকে নিজেদের হেফাজতে নিচ্ছে ইডি। এখনও পর্যন্ত বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য সামনে এসেছে তা যাচাইয়ের জন্য দুজনকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মনে করছেন ইডি-র গোয়েন্দারা। অন্যদিকে, সারদার তদন্তে আজ প্রাক্তন বাম বিধায়ক আনন্দ বিশ্বাসকে জেরা করে ইডি।

সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে সুদীপ্ত সেনকে একবার নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। এই প্রথমবার সুদীপ্তর সঙ্গে কুণাল ঘোষকেও নিজেদের হেফাজতে নিতে চলেছে ইডি। সারদা তদন্তে এখনও পর্যন্ত সত্তরজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে যেসব তথ্য মিলেছে তার সত্যতা যাচাইয়ের জন্যই দুজনকে হেফাজতে নেওয়া জরুরি বলে মনে করছেন ইডির গোয়েন্দারা। এখনও পর্যন্ত সারদার তিনশো নব্বইটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এই অ্যাকউন্টগুলির লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী অফিসাররা।পাশপাশি, এদিন বিষ্ণপুরের সারদা গার্ডেন সংক্রান্ত মামলায় প্রাক্তন বাম বিধায়ক আনন্দ বিশ্বাসকে ইলেট্রনিক্স কমপ্লেক থানায় ডেকে পাঠায় বিধাননগর কমিশারেট। টানা দু ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিস।

.