অভিযানে ডিশ টিভি
কেবল টিভির ডিজিটালাইজেশন শুরু হওয়ার পরই প্রচার অভিযান শুরু করল ডিশ টিভি। ডিশ টিভি সম্বন্ধে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল জি নিউজ। কলকাতার বিভিন্ন আবাসনে শনিবার দিনভর প্রচার অভিযান চালনো হয়। এতে সাড়াও মিলেছে যথেষ্টই।
কেবল টিভির ডিজিটালাইজেশন শুরু হওয়ার পরই প্রচার অভিযান শুরু করল ডিশ টিভি। ডিশ টিভি সম্বন্ধে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল জি নিউজ। কলকাতার বিভিন্ন আবাসনে শনিবার দিনভর প্রচার অভিযান চালনো হয়। এতে সাড়াও মিলেছে যথেষ্টই।
দিল্লির পর এবার কলকাতা। ৩১ অক্টোবর থেকে কেবল টিভির ডিজিটালাইজেশন শুরু হওয়ার পর থেকেই প্রচার অভিযান শুরু হয়েছে। প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে শহরের কয়েকটি আবাসনকে। শনিবার জি নিউজের উদ্যোগে হাডকো আবাসন এবং পাতিপুকুরের শালবনি আবাসনে দিনভর চালানো হয় প্রচারাভিযান। ডিশ টিভির তরফে লোকজন গিয়ে আবাসনের বাসিন্দাদের ডিশ টিভি সম্পর্কে বোঝান। আবাসিকদের ডিশ টিভির গ্রাহক হওয়ার জন্যও আবদেন জানানো হয়। আবেদন জানানো হয় ডিশ টিভির ফ্রি লাইফ টাইম অফার নিয়েও। এর পাশাপাশি আবাসনের ছোট ছেলেমেয়েদের নিয়ে আঁকা এবং ক্যুইজ প্রতিযোগীতারও আয়োজন করা হয়। এই প্রচারাভিযানে গ্রাহকদের তরফেও যথেষ্ট সাড়া মিলেছে।