যাদবপুরে জট কাটাতে উপাচার্যকে বাদ দিয়েই আলোচনার উদ্যোগ

যাদবপুরের জট কাটাতে এবারে উপাচার্যকে বাদ দিয়েই আলোচনার উদ্যোগ শুরু হল।  সূত্রের খবর, উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী নিজেই এই উদ্যোগ নিয়েছেন।

Updated By: Oct 18, 2014, 10:41 PM IST
যাদবপুরে জট কাটাতে উপাচার্যকে বাদ দিয়েই আলোচনার উদ্যোগ

কলকাতা: যাদবপুরের জট কাটাতে এবারে উপাচার্যকে বাদ দিয়েই আলোচনার উদ্যোগ শুরু হল।  সূত্রের খবর, উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তী নিজেই এই উদ্যোগ নিয়েছেন।

গতকালই যাদবপুরকাণ্ডে রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন আন্দোলনরত পড়ুয়ারা। তাঁরা জানিয়েছিলেন, অভিজিত্‍ চক্রবর্তীকে উপাচার্য হিসেবে মানে না বলেই রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন। ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবির মধ্যে প্রথমেই ছিল উপাচার্যের পদত্যাগের দাবি। সেজন্য এবারে উপাচার্যকে বাদ দিয়ে রেজিস্ট্রার, ডিন ও বিশ্ববিদ্যালয় আধিকারিকদের নিয়ে কমিটি তৈরির ভাবনা চিন্তা শুরু হয়েছে। তবে ছাত্ররা যে স্মারকলিপি জমা দিয়েছে সেখানে তাঁরা নিজেদের সাধারণ ছাত্রছাত্রী বলে উল্লেখ করেছেন।  ফলে কোন কোন ছাত্রছাত্রীকে নিয়ে কীভাবে আলোচনা শুরু হবে তা নিয়ে ভাবনা চিন্তা করছে কর্তৃপক্ষ।

.