রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার পথে কংগ্রেস

রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস। শীতকালীন বিধানসভার অধিবেশনে অনাস্থা প্রস্তাব পেশ করবেন কংগ্রেস বিধায়করা। আর সেদিনই বিধানসভা অভিযানের ডাক অধীর চৌধুরীর। বর্ধমানকাণ্ড নিয়ে দুই সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছে কংগ্রেস। রাজ্যে ঘটে চলেছে একের পর এক ঘটনা। সারদা থেকে বর্ধমান।

Updated By: Oct 18, 2014, 05:53 PM IST
রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার পথে কংগ্রেস

ব্যুরো: রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে কংগ্রেস। শীতকালীন বিধানসভার অধিবেশনে অনাস্থা প্রস্তাব পেশ করবেন কংগ্রেস বিধায়করা। আর সেদিনই বিধানসভা অভিযানের ডাক অধীর চৌধুরীর। বর্ধমানকাণ্ড নিয়ে দুই সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছে কংগ্রেস। রাজ্যে ঘটে চলেছে একের পর এক ঘটনা। সারদা থেকে বর্ধমান।

কংগ্রেস নেতৃত্বের দাবি, এই ঘটনার পর রাজ্য সরকারের আর একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই। বিধানসভায় রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছেন কংগ্রেস বিধায়করা। আর বিধানসভা অভিযানের ডাক অধীর চৌধুরীর।

শনিবার দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন অধীর চৌধুরী। আলোচনায় উঠে এসেছে বর্ধমানকাণ্ড। অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্য থেকে জঙ্গি পালানোর দায় নিতে হবে দুই সরকারকেই।

শুধু তৃণমূল নয়, অনুপ্রবেশ ইস্যুতে বিজেপির বিরুদ্ধেও সুর চড়িয়েছেন প্রদেশ সভাপতি।

 

.