Dilip Ghosh: এ রাজ্যে ভোট শান্তিপূর্ণ হয় না, পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুর চড়ালেন দিলীপ

দিলীপ ঘোষ বলেন, ''কেন্দ্রীয় বাহিনী চাই। যাতে মানুষ সাহস করে বাড়ি থেকে বেরিয়ে ভোট দেয়। আমাদের সাহায্য লাগবে না। আমাদের কর্মীরা যথেষ্ট। কিন্তু যেভাবে গ্রামে-গঞ্জে খুনোখুনি শুরু হয়ে গেছে, তাতে শান্তিপূর্ণ ভোট হওয়া নিয়ে সংশয় আছে।'' 

Updated By: Nov 2, 2022, 09:27 AM IST
Dilip Ghosh: এ রাজ্যে ভোট শান্তিপূর্ণ হয় না, পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুর চড়ালেন দিলীপ
ফাইল ছবি

অয়ন ঘোষাল: ফের একবার পঞ্চায়েত ভোট নিয়ে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চাই। এদিন বিজেপি নেতা বলেন, ''আগেরবারও চেয়েছিলাম। পাইনি। কারণ রাজ্য সরকার চায়নি। আগের পঞ্চায়েত ভোট থেকেই এ রাজ্যে বিজেপি নজর কাড়তে শুরু করে। এবার আমরা অনেক বেশি প্রস্তুত। সর্বশক্তি দিয়ে মোকাবিলা হবে। এ রাজ্যে ভোট শান্তিপূর্ণ হয় না। এবারও তৃণমূল এবং পুলিস দিয়ে ভোট হবে। তবে আমরাও মোকাবিলা করব। গত পঞ্চায়েতে ওরা এত শক্তি লাগিয়েও আটকাতে পারেনি। এবার আরও বেশি লড়াই হবে।''

আরও পড়ুন, Panchayet Election: 'পঞ্চায়েতে তৃণমূলকে জেতানোর লাইসেন্স করে দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন' 

তিনি আরও বলেন, ''আমরা এই কারণে কেন্দ্রীয় বাহিনী চাই। যাতে মানুষ সাহস করে বাড়ি থেকে বেরিয়ে ভোট দেয়। আমাদের সাহায্য লাগবে না। আমাদের কর্মীরা যথেষ্ট। কিন্তু যেভাবে গ্রামে-গঞ্জে খুনোখুনি শুরু হয়ে গেছে, তাতে শান্তিপূর্ণ ভোট হওয়া নিয়ে সংশয় আছে।'' পঞ্চায়েত ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'তৃণমূলকে জিতিয়ে দেওয়ার লাইসেন্স করে দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন'। তৃণমূলের ব্লকের নেতারা, যাঁরা একশোর দিনের টাকা চুরি করেছে, সীমাহীন কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটের সৃষ্টিকর্তা যাঁরা, তাঁদের সঙ্গে বসে বিডিওরা এই কাজ করেছে'। 

অনুব্রত মন্ডলের জামিন প্রসঙ্গে আগেও বারবার মুখ খুলেছেন। এদিন তিনি বলেন, ''বীরভূমের ব্যাপার আপনারা জানেন। খুব চেষ্টা চলছে অনুব্রতকে জামিন করিয়ে নেওয়ার। উনি যদি জামিনে বেরিয়ে আসেন, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হবে না। কারণ, এবার ওরা আরও দুর্বল। গতবারের চেয়ে ওদের অবস্থা খারাপ। শান্তিতে পঞ্চায়েত ভোট করতে গেলে অনুব্রতকে ভিতরে রাখার দরকার এবং কেন্দ্রীয় বাহিনী দরকার।''

তাহলে বিজেপি কতটা তৈরী? দিলীপ ঘোষের বক্তব্য, 'আমরা তৈরী। জেলায় জেলায় বৈঠক। ৬ নভেম্বর থেকে কেন্দ্রীয় নেতারা আসছেন। সাংগঠনিক বৈঠক শুরু হয়ে যাচ্ছে। গতবারের চেয়েও বেশি, এবার ৫০ শতাংশ তৃণমূল নির্দল হয়ে যাবে। নিজেরাই প্রার্থী দেওয়া নিয়ে মারামারি করবে।' মমতার চেন্নাই সফর প্রসঙ্গেও বিজেপি নেতার মন্তব্য, 'উনি প্রতি ভোটের আগে পলিটিক্যাল ট্যুরিস্ট হয়ে রাজ্যে রাজ্যে ঘোরেন। দুর্ভাগ্য ওনার, যাদের সঙ্গে উনি বৈঠক করেছেন, তারা প্রায় কেউই ক্ষমতায় নেই। স্তালিন আছেন একমাত্র টিমটিম করে। মুলায়ম ডুবেছে, লালু ডুবেছে, শিবসেনাকে আশীর্বাদ করেছিলেন, ওরাও ডুবেছে। উনি এবার স্তালিনকে ডুবিয়ে আসবেন।' 

আরও পড়ুন, Panchayet Election: 'পঞ্চায়েতে তৃণমূলকে জেতানোর লাইসেন্স করে দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.