নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু কলকাতায়, ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও

মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিনবঙ্গে ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Aug 6, 2019, 07:51 AM IST
নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু কলকাতায়, ভারী বর্ষণের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও

নিজস্ব প্রতিবেদন: অবশেষে বৃষ্টিতে ভিজল কলকাতা ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। সাতসকালেই কলকাতার আকাশ মেঘলা। শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও কালো মেঘের ঘনঘটা।

আরও পড়ুন-এখন ঠিক কী পরিস্থিতি উপত্যকায়? দেখে নিন এক নজরে...

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো রবিবার বিকেলের পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তরপূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের হাত ধরে সক্রিয় মৌসুমী বায়ু। এর ফলেই অবশেষে বৃষ্টির দেখা মিলল কলকাতা ও দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস সূত্রে খবর, উপকূলের চার জেলায় দু-এক পশলা ভারীবৃষ্টির পাশাপাশি মঙ্গল ও বুধবার কলকাতা সহ দক্ষিনবঙ্গে ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সপ্তাহের শেষদিকে পশ্চিমের জেলাগুলিতে ভারীবৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন-কাশ্মীরে ৩৭০ তুলে দিল কেন্দ্র, ২টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হল জম্মু-কাশ্মীর ও লাদাখ

বর্ষা প্রায় শেষ হয়ে যাওয়ার পরও বৃষ্টির দেখা না মেলায় আশঙ্কায় দক্ষিণবঙ্গে সবকটি জেলার চাষিরা। জলের অভাবে জমিতে চাষ দেওয়া যাচ্ছে না। ফলে ধান রোপনের কাজ পিছিয়ে যাচ্ছে ক্রমশ। তবে এই নিম্নচাপের ফলে দক্ষিনবঙ্গে বৃষ্টির ঘাটতি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

এদিকে নিম্নচাপের কারনে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

.