অবশেষে বাঘাযতীনে ডেঙ্গি ঠেকাতে সচেষ্ট পুরসভা
২৪ঘণ্টার খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। গত ১০ দিন বারবার জানিয়েও যেখানে লাভ হয়নি, বৃহস্পতিবার সকালে সেখানেই পুরসভার তরফে হাজির হলেন জনাকয়েক প্রতিনিধি।
২৪ঘণ্টার খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। গত ১০ দিন বারবার জানিয়েও যেখানে লাভ হয়নি, বৃহস্পতিবার সকালে সেখানেই পুরসভার তরফে হাজির হলেন জনাকয়েক প্রতিনিধি। বাঘাযতীন এলাকার স্থানীয় মানুষজনের কাছ থেকে ডেঙ্গির প্রাদুর্ভাবের কথা জেনে নেওয়ার পাশাপাশি মশা তাড়ানোর ব্যবস্থাও হল।
বাঘাযতীনের কাজিপাড়া এলাকায় প্রায় ঘরে ঘরে জ্বর। অনেকের রক্তে ডেঙ্গির জীবাণুও মিলেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি প্রথমদিকেই পুরসভার নজরে আনা হয়েছিল। কিন্তু সেইসময় পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। আজ সকালে এলাকায় গিয়ে পুরসভার তরফে মশা মারার তেল, ধোঁয়া দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় পুর-প্রতিনিধিদের।