চিকিত্সায় গাফিলতির জেরে নার্সিংহোমে মৃত্যুর অভিযোগ

চিকিত্‍সায় গাফিলতির জেরে নার্সিংহোমে মৃত্যুর অভিযোগ। উত্তেজনা ছড়াল ব্রড স্ট্রিটে। পরিবারের অভিযোগ মৃত্যুর খবর জানানো দূরে থাক, মৃত্যুর পরও তাঁদের ওষুধ কিনতে পাঠায় নার্সিংহোম কর্তৃপক্ষ। বাড়ির লোকেরা ক্ষোভে ফেটে পড়েন। পুলিস গেলে উত্তেজনা আরও বাড়ে। হাত ভেঙে যাওয়ায় ১২ মার্চ নার্সিংহোমে ভর্তি হন পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা সত্তর বছরের সালিমা খাতুন। অপারেশনের পর ডাক্তার ICU-এ রাখার কথা বলায় তাঁকে ব্রড স্ট্রিটের এই নার্সিংহোমে ভর্তি করা হয়। শুরু থেকেই ঠিকমতো চিকিত্‍সা হচ্ছিল না বলে অভিযোগ পরিবারের।

Updated By: Apr 4, 2017, 09:22 AM IST
চিকিত্সায় গাফিলতির জেরে নার্সিংহোমে মৃত্যুর অভিযোগ

ওয়েব ডেস্ক: চিকিত্‍সায় গাফিলতির জেরে নার্সিংহোমে মৃত্যুর অভিযোগ। উত্তেজনা ছড়াল ব্রড স্ট্রিটে। পরিবারের অভিযোগ মৃত্যুর খবর জানানো দূরে থাক, মৃত্যুর পরও তাঁদের ওষুধ কিনতে পাঠায় নার্সিংহোম কর্তৃপক্ষ। বাড়ির লোকেরা ক্ষোভে ফেটে পড়েন। পুলিস গেলে উত্তেজনা আরও বাড়ে। হাত ভেঙে যাওয়ায় ১২ মার্চ নার্সিংহোমে ভর্তি হন পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা সত্তর বছরের সালিমা খাতুন। অপারেশনের পর ডাক্তার ICU-এ রাখার কথা বলায় তাঁকে ব্রড স্ট্রিটের এই নার্সিংহোমে ভর্তি করা হয়। শুরু থেকেই ঠিকমতো চিকিত্‍সা হচ্ছিল না বলে অভিযোগ পরিবারের।

.