গেস্ট হাউস থেকে বিদেশির দেহ উদ্ধার
লজের বন্ধ ঘর থেকে ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সদর স্ট্রিটে। শুক্রবার দুপুরে মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউস থেকে ফ্রস্ট ড্যানিয়েল গ্যারেট নামে বছর সাতাশের এক ব্রিটিশ যুবকের দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান শ্বাসকষ্টেই মৃত্যু হয়েছে ড্যানিয়েলের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
লজের বন্ধ ঘর থেকে ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সদর স্ট্রিটে। শুক্রবার দুপুরে মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউস থেকে ফ্রস্ট ড্যানিয়েল গ্যারেট নামে বছর সাতাশের এক ব্রিটিশ যুবকের দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান শ্বাসকষ্টেই মৃত্যু হয়েছে ড্যানিয়েলের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে সেন্টার পয়েন্ট গেস্ট হাউজের তিন তলায় ৩০৬ নং ঘরে ওঠেন ২৭ বছরের ফ্রস্ট ড্যানিয়েল গ্যারেট। তারপর থেকে গত দু`দিন তাঁকে ঘর থেকে বেরোতে দেখেননি লজের কর্মীরা। শুক্রবার সকালে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তিনতলায়। খবর দেওয়া হয় নিউমার্কেট থানায়। ঘরের দরজা ভেঙে গ্যারেটের দেহ উদ্ধার করে পুলিস। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে বেশকয়েকটি ইনহেলার। পাওয়া গেছে তাঁর পাসপোর্টও। পাসপোর্টে থেকে জানা যাচ্ছে, ট্যুরিস্ট ভিসা নিয়ে অগস্টের ২ তারিখ মুম্বইয়ে আসেন ওই ব্রিটিশ নাগরিক। সেখান থেকে আন্দামান হয়ে এমাসের ৬ তারিখ কলকাতায় এসেছিলেন তিনি।
মৃতদেহের পাশে প্রচুর পরিমানে ইনহেলার উদ্ধার হওয়ায় পুলিসের প্রাথমিক অনুমান শ্বাসকষ্টজনিত কারণেই মৃত্যু হয়েছে ড্যানিয়েলের। পাসপোর্টের পিছনে একটি ফোন নম্বর মিলেছে। নম্বরটি ড্যানিয়েলের কোনও আত্মীয়ের বলেই মনে করছে পুলিস। তার মাধ্যমে তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।