পাড়ুইকাণ্ডের তদন্তভার নিতে অপারগ দময়ন্তী সেন
পারুইকাণ্ডের দায়িত্ব নিতে অপারগ দময়ন্তী সেন। শারীরিক কারণেই তিনি এই দায়িত্ব নিতে পারছেন না বলে জানিয়েছেন । আজ হাইকোর্টে চিঠি দিয়ে একথা জানিয়ে দিয়েছেন ডিআইজি-সিআইডি দময়ন্তী সেন। বীরভূমে সাগর ঘোষ হত্যামামলায় সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।
পারুইকাণ্ডের দায়িত্ব নিতে অপারগ দময়ন্তী সেন। শারীরিক কারণেই তিনি এই দায়িত্ব নিতে পারছেন না বলে জানিয়েছেন । আজ হাইকোর্টে চিঠি দিয়ে একথা জানিয়ে দিয়েছেন ডিআইজি-সিআইডি দময়ন্তী সেন। বীরভূমে সাগর ঘোষ হত্যামামলায় সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।
পারুইকাণ্ডের তদন্তে ক্ষোভ জানিয়েছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সিট তৈরি করে দময়ন্তী সেনকে দিয়ে তদন্তের পক্ষে ছিল আদালত। কিন্তু ডিআইজি-সিআইডির এই সিদ্ধান্তে বেকায়দায় পড়ল রাজ্য সরকার। বীরভূমে সাগর ঘোষ হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক কারণও রয়েছে। হত্যাকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ একাধিক শীর্ষ নেতার। কোনও রাজনৈতিক চাপ এড়াতে দময়ন্তী সেনের এমন সিদ্ধান্ত কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।