দশটি নতুন ট্রেন পেতে পারে রাজ্য

আজ অন্তর্বর্তী রেল বাজেট পেশ। বাংলার রেল ভাগ্যে কী আছে, তা জানতে উত্সুক সবাই। আজকের বাজেটে দশটি নতুন ট্রেন পেতে পারে রাজ্য। পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হতে পারে আজকের বাজেটে। বাড়তি গুরুত্ব পেতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প।

Updated By: Feb 12, 2014, 08:37 AM IST

আজ অন্তর্বর্তী রেল বাজেট পেশ। বাংলার রেল ভাগ্যে কী আছে, তা জানতে উত্সুক সবাই। আজকের বাজেটে দশটি নতুন ট্রেন পেতে পারে রাজ্য। পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হতে পারে আজকের বাজেটে। বাড়তি গুরুত্ব পেতে পারে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প।

লোকসভা ভোটের মুখে অন্তর্বর্তী রেল বাজেট। সাধারণত, এই ধরনের বাজেটে নতুন ট্রেন পাওয়ার সম্ভাবনা থাকে না। থাকলেও তা কম থাকে। কিন্তু রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরীর উদ্যোগে এবারের রেল বাজেটে বেশ কয়েকটি নতুন এক্সপ্রেস এবং মেল ট্রেন পেতে পারে রাজ্য। এগুলি হল,

রাজ্যে সম্ভাব্য নতুন ট্রেন
---------------
হাওড়া-পুণে
মুম্বই-হাওড়া
শিয়ালদহ-যোধপুর
কাটরা-হাওড়া
হাওড়া-যশবন্তপুর
মালদা টাউন-আনন্দ বিহার
রাঁচি-নিউ জলপাইগুড়ি
সাঁতরাগাছি-আনন্দ বিহার
সাঁতরাগাছি-ঝাড়গ্রাম

লোকসভা ভোটের দুমাস আগে অন্তর্বর্তী বাজেটে অসংখ্য ঘোষণার কার্যত কোনও সুযোগ নেই। তবু রেলমন্ত্রক সূত্রে খবর, আজকের অন্তর্বর্তী বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কিছু নির্দিষ্ট ঘোষণা থাকার সম্ভাবনা রয়েছে। এগুলি হল,

সম্ভাব্য এক
নতুন ট্রেন
সম্ভাব্য দুই
শিয়ালদা স্টেশনে নতুন করে ছটি প্ল্যাটফর্মের প্রস্তাব।
সম্ভাব্য তিন
অধিকাংশ স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট কাউন্টার।
সম্ভাব্য চার
প্রতিটি লোকাল ট্রেন বারো বগির।
সম্ভাব্য পাঁচ।
ছটি রেলের উড়ালপুল।
সম্ভাব্য ছয়
ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ।

.