#GetWellSoonDada : ভাল আছেন দাদা, খেয়েছেন চা-বিস্কুট

এ দিন বিসিসিআই সভাপতিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়

Updated By: Jan 2, 2021, 07:55 PM IST
#GetWellSoonDada : ভাল আছেন দাদা, খেয়েছেন চা-বিস্কুট
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন: সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল থেকে বেরিয়ে বললেন কন্যা সানা। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya) জানান, চা-বিস্কুট খেয়েছেন সৌরভ। এ দিন বিসিসিআই সভাপতিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।   
         
সৌরভ (Sourav Ganguly) এখন সুস্থ আছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন অভিষেক ডালমিয়া (Abhishek Dalmiya)। সাংবাদিকদের সিএবি সভাপতি বলেন,'উনি সুস্থ আছেন। ওঁর সঙ্গে কথা হয়েছে। চা ও বিস্কুট খেয়েছেন। সকলের সঙ্গেই কথা বলছেন?চিকিৎসকরা তদারকি করছেন।' সানা গাঙ্গুলি জানান, তাঁর বাবার অবস্থা স্থিতিশীল।    

এ দিন সৌরভকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তাঁর প্রাক্তন সতীর্থ, এখন তৃণমূল নেতা লক্ষ্মীরতন শুক্লা। তিনি বলেন, 'দাদাকে দেখতে গিয়েছিলাম। আমাকে দেখে হেসেছেন। উনি আমাদের সবার নেতা। আমাদের অনুপ্রেরণা। আমাদের গর্ব। দাদা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক এটাই চাই। এই বয়সে এরকম হওয়া বেশ বিস্ময়কর। তবে দাদা ফাইটার। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।'

এ দিন হাসপাতালে গিয়ে সৌরভের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে এসে তিনি বলেন,'ভাল আছে। হাসছে। নিজে বিছানায় শুয়ে জিজ্ঞেস করছে আপনার শরীর ঠিক আছে তো? সৌরভ দেশের গর্ব। শুনলাম,  ওরা নাকি নিয়মিত পরীক্ষা করায় না। আন্তর্জাতিক ক্রিকেটার অথচ টেস্ট করায় না। আমর জানা ছিল না। অভিষেককে বলেছি, বড় গেমসের আগে খেলোয়াড়দের যাতে টেস্ট করানোর বন্দোবস্ত করা যায়।। ওর মতো বাচ্চাছেলের এমন সমস্যা হবে ভাবিনি। আজ অ্যাঞ্জিওপ্লাস্ট করা হয়েছে। চেস্ট পেইন কমেছে। এক্ষেত্রে সাধারণত অনেকে অপারেশনে করে দেয়। খুব ব্লাড লস্ট হলে এটা করা উচিত। নইলে ওয়েট করা উচিত। এটা ভাল সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।' 

আরও পড়ুন- #GetWellSoonDada : ''তুমি আবার এলে কেন?'' ফিরহাদকে দেখেই বললেন সৌরভ

.