বুদ্ধের ব্রিগেড বার্তা: তৃণমূলের বিকল্প বামপন্থীরাই,ধর্মীয় ফ্যাসিবাদী বিজেপি নয়

কৃষক, শ্রমিক ও যুবদের প্রতি বুদ্ধবাবুর আবেদন, “ব্রিগেডে আসুন লাল ঝান্ডা নিয়ে, শপথ নিন সংগ্রামের।” 

Updated By: Feb 1, 2019, 11:07 AM IST
বুদ্ধের ব্রিগেড বার্তা: তৃণমূলের বিকল্প বামপন্থীরাই,ধর্মীয় ফ্যাসিবাদী বিজেপি নয়
ছবি- সৌরভ পাল

নিজস্ব প্রতিবেদন: এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, ৩ ফেব্রয়ারি সিপিআইএম-এর ব্রিগেডেতিনি আসছেন না। অন্য কোনও কারণ নয়, অসুস্থ বলেই ব্রিগেডের জনসভায় উপস্থিত থাকতে পারবেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েক দিন আগে প্রাক্তন অর্থমন্ত্রী নিরুপম সেনের স্মরণ সভায় আসার জন্য তাঁকে অনুরোধ করেছিলেন বিমান বসু। অসুস্থ বুদ্ধবাবু সেখানেও আসতে পারেননি। যদিও গত সপ্তাহে আলিমুদ্দিন তাঁর দেখা পেয়েছিল। দীর্ঘ দিন পর দলের রাজ্য অফিসে তাঁকে দেখতে পেয়ে অনেক বাম নেতা কর্মীই ভেবেছিলেন ব্রিগেডের আগে বুদ্ধবাবু ফের একবার হাল ধরেছেন। আশাই সার! দলীয় সূত্রে যা জানা যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে থাকছেন না। তাঁর ডাস্ট এলার্জি আছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ধুলো তাঁর স্বাস্থ্যের পক্ষে হানিকর, সেকারণেই লোকসভা ভোটের আগে দলের জনসভায় তিনি খাতায় কলমে অনুপস্থিত। তবে তিনি নিজের উপস্থিতি জানান দিলেন ব্রিগেড বার্তায়।

আরও পড়ুন- ‘এবারই ৮৭টা, সামনের বছর সেঞ্চুরি করে ফেলব’

শুক্রবার সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপাত্র, গণশক্তি পত্রিকায় ব্রিগেড নিয়ে বার্তা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কৃষক, শ্রমিক ও যুবদের প্রতি বুদ্ধবাবুর আবেদন, “ব্রিগেডে আসুন লাল ঝান্ডা নিয়ে, শপথ নিন সংগ্রামের।”

আরও পড়ুন- ঐতিহাসিক ব্রিগেড হাতছাড়া করবেন না, সপরিবারে আসুন, বার্তা সূর্যকান্ত মিশ্রের

বর্তমান রাজ্য সরকারের অরাজকতা ও দেশে গেরুয়া শক্তির বাড়বাড়ন্ত, দুই-কেই রোখার আবেদন জানিয়েছেন প্রাক্তন পলিটবুরো। তাঁর কথায়, “তৃণমূলের বিকল্প বামপন্থীরাই। ধর্মীয় ফ্যাসিবাদী বিজেপি নয়। হিন্দুত্বের আড়ালে দেশজুড়ে দাঙ্গার পরিকল্পনা বামপন্থীরাই রুখতে পারে। শ্রমিক কৃষকের ঝান্ডা লাল। সে রঙ বদলাবে না। এই লাল ঝান্ডা নিয়েই আগামী ৩ ফেব্রুয়ারি ময়দানে জমায়েত থেকে শপথ নিতে হবে। এর পরবর্তী সংগ্রাম আরও বড়।”  

.