মেয়াদ ফুরনোর আগেই বদলি পুরসভার চিফ অডিটর, অনিয়ম ধরে ফেলার ফলেই কি কোপ, উঠছে প্রশ্ন
ত্রিফলা কাণ্ডের পর আবার। মেয়াদ ফুরনোর আগেই ফের বদলি কলকাতা কর্পোরেশনের চিফ অডিটর। মেয়র এই বদলিকে রুটিন বদলি বলে দাবি করলেও, ছোট লালবাড়ির অন্দরে জল্পনা শুরু হয়েছে। পুরকর্মীদের একাংশ জানিয়েছেন, দেড়বছরের কার্যকালে পুরসভার বিভিন্ন কাজে একাধিক অনিয়ম অডিটে তুলে ধরেছিলেন সুব্রত সান্যাল। সেকারণেই কি তড়িঘড়ি সরিয়ে দেওয়া হল তাঁকে? উঠছে সেই প্রশ্ন।
কলকাতা: ত্রিফলা কাণ্ডের পর আবার। মেয়াদ ফুরনোর আগেই ফের বদলি কলকাতা কর্পোরেশনের চিফ অডিটর। মেয়র এই বদলিকে রুটিন বদলি বলে দাবি করলেও, ছোট লালবাড়ির অন্দরে জল্পনা শুরু হয়েছে। পুরকর্মীদের একাংশ জানিয়েছেন, দেড়বছরের কার্যকালে পুরসভার বিভিন্ন কাজে একাধিক অনিয়ম অডিটে তুলে ধরেছিলেন সুব্রত সান্যাল। সেকারণেই কি তড়িঘড়ি সরিয়ে দেওয়া হল তাঁকে? উঠছে সেই প্রশ্ন।
ত্রিফলা বাতিকাণ্ডে অনিয়ম সামনে আসতেই কলকাতা কর্পোরেশনের চিফ অডিটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব গুহ রায়কে। এবার সরতে চলেছেন সুব্রত সান্যাল।
২০১৩ সালের চৌঠা ফেব্রুয়ারি পুরসভার চিফ অডিটর পদে দায়িত্ব নিয়েছিলেন সুব্রত সান্যাল।
দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় ১২ অগাস্ট বদলির চিঠি পেলেন তিনি।
সাধারণত সরকারি চাকরিভুক্ত যে কোনও অডিটর তিন থেকে চার বছর স্বপদে বহাল থাকেন। তাহলে সুব্রত সান্যাল দেড় বছরের মাথায় বদলির চিঠি পেলেন কেন? উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে অনিয়মের নানা তথ্য।
পুরসভা সূত্রে খবর, সুব্রত সান্যালের কার্যকালে পুরসভার বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ অডিটে উঠে এসেছে। ভুয়ো ট্রিপ টোকেন, তেল চুরি, ওয়েভার্স স্কিমে আর্থিক ক্ষতি এবং মেডিক্লেমে তছরুপ, কিছুই বাদ যায়নি। তারপরই হঠাত এল বদলির চিঠি। সুব্রত সান্যালের জায়গায় চিফ অডিটর পদে আনা হচ্ছে শিক্ষা দফতরের জয়েন্ট ডিরেক্টর দীপ্তেশ হালদারকে। মেয়র কিন্তু এই বদলিকে রুটিন বদলি হিসেবেই দাবি করেছেন।
মেয়র একথা বললেও, পুরসভার অফিসারদের একাংশ কিন্তু অন্য কথা বলছেন। তাঁদের বয়ান অনুযায়ী, কলকাতা কর্পোরেশনের অডিট বিভাগটি বরাবরই ঠুঁটো জগন্নাথ হয়ে থেকেছে। ত্রিফলা বিতর্কের সময় এই বিভাগের ভূমিকা নজরে আসে। তখন চিফ অডিটর ছিলেন বিপ্লব গুহ রায়। পুরসভার একটা বড় অংশের অফিসারদের মতে, ত্রিফলা কাণ্ডে অনিয়ম অডিটে তুলে ধরায় বিপ্লব গুহ রায়কে সরতে হয়েছিল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এক্ষেত্রেও কী একই কোপের বলি হলেন সুব্রত সান্যাল?