শুক্রবার থেকে পুরসভায় ১০২ স্বাস্থ্যকেন্দ্রে রোজ ৫০ জনকে Vaccine, বুকিং অ্যাপে

ভ্যাকসিন বুক করার সময় ওয়ার্ড নম্বর উল্লেখ করতে হবে

Updated By: May 26, 2021, 06:35 PM IST
শুক্রবার থেকে পুরসভায় ১০২ স্বাস্থ্যকেন্দ্রে রোজ ৫০ জনকে Vaccine, বুকিং অ্যাপে

নিজস্ব প্রতিবেদন: আগামিকাল থেকেই  ৪৫ বছররের বেশি বয়সী মানুষদের ভ্যাকসিন দেওয়া শুরু করবে কলকাতা পুরসভা।  ওই ভ্যাকসিন দেওয়া হবে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে। কলকতার পুরসভার তরফে এমনটাই জানালেন অতীন ঘোষ।

আরও পড়ুন-Cyclone Yaas Update: দিঘায় আটকে পড়া মানুষজনকে উদ্ধারে নামল সেনা

বুধবার অতীন ঘোষ বলেন, শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলেছিলাম। কিন্তু যেহেতু ইয়াসের প্রভাব কলকাতায় খুব বেশি পড়েনি তাই শুক্রবার থেকে ৪৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু করা হবে। কলকাতায় পুরসভা যে ১০২টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখান থেকে তা দেওয়া হবে।

আরও পড়ুন-Yaas Update: বাংলায় ক্ষতিগ্রস্ত ১ কোটি মানুষ, শুক্রবার দুর্গত এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী  

শহরে পুরসভার(KMC) প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ৫০ জনকে কোভিড টিকা দেওয়া হবে বলে জানালেন অতীন(Atin Ghosh)। তবে পুরসভার ভ্যাকসিন নেওয়ার জন্য পুরসভার অ্যাপে স্লট বুক করে ভ্যাকসিন নিতে হবে। নাম ,ঠিকানা,ওয়ার্ড নম্বর, আধার নম্বর লিখে নাম লিখাতে হবে ৮৩৩৫৯৯৯০০০ নম্বরে। ভ্যাকসিন দেওয়া হবে বেলা দুটো থেকে চারটে পর্যন্ত। নাগরিকরা যাতে বাড়ির কাছের স্বাস্থ্য কেন্দ্রে ভ্যকসিন নিতে পারেন তার জন্য তাঁদের ভ্যাকসিন বুক করার সময় ওয়ার্ড নম্বর উল্লেখ করতে হবে।  

 

.