সাঁকরাইল, বজবজ, কালীঘাটের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল CESC
বিদ্যুৎহীন রাজ্যের একাধিক এলাকা।
নিজস্ব প্রতিবেদন: সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতা ও সংলগ্ন এলাকার একাংশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে সিইএসসি (CESC)। তারা জানাল, সাঁকরাইল, বাউড়িয়া, বজবজ ও কালীঘাটের একাংশ বিদ্যুৎহীন।
সিইএসসি-র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন,''সাধারণ মানুষের সুরক্ষার জন্য বেশ কিছু এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা। সেই সব এলাকায় জমা জলের স্তর বেড়ে গিয়েছিল। সাঁকরাইল, বাউড়িয়া, বজবজ ও কালীঘাটের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কানেকশন ফিরিয়ে দেওয়া হবে।'' অন্যদিকে, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, অনেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। বিকেলের পর ক্ষয়ক্ষতির আঁচ পাওয়া যাবে।
রাজ্য বিদ্যুৎ পর্ষদ ও সিইএসসি-কে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ,''বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখতে হবে, যাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কেউ মারা না যান। সতর্ক না থাকার জন্য প্রাণ হারান অনেক মানুষ। আমার বাড়ির বিদ্যুৎও অফ করে রেখেছি।''
আরও পড়ুন- কপ্টারে প্লাবন-পরিদর্শন; শুক্রে হিঙ্গলগঞ্জ, শনিতে দিঘায় প্রশাসনিক বৈঠক Mamata-র