ক্যান্সার সেন্টারের অনুমোদন নিয়ে টালবাহানা কেন্দ্রের
বছর ঘুরে গেলেও টার্শিয়ারি ক্যান্সার সেন্টারের তকমা পেলনা ক্যালকাটা মেডিক্যাল কলেজ। অত্যাধুনিক ক্যান্সার চিকিত্সার জন্য গতবছর মেডিক্যালে এই সেন্টার তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
বছর ঘুরে গেলেও টার্শিয়ারি ক্যান্সার সেন্টারের তকমা পেলনা ক্যালকাটা মেডিক্যাল কলেজ। অত্যাধুনিক ক্যান্সার চিকিত্সার জন্য গতবছর মেডিক্যালে এই সেন্টার তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রকল্পটি বাস্তবায়িত হলে বার্ষিক ছ-কোটি টাকা অনুদান মিলবে কেন্দ্রের তরফে। অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে দ্বিতীয় দফায় নতুন করে আবেদন করেছে রাজ্য সরকার। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের পাশাপাশি রাজ্যে আরও একটি রিজিওনাল ক্যান্সার সেন্টারের প্রয়োজন। ক্যালকাটা মেডিক্যাল কলেজে এধরনের একটি অত্যাধুনিক ক্যান্সার সেন্টার তৈরি করতে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের কাছে বছর দুয়েক আগে আবেদন করে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে সেই প্রস্তাবে কেন্দ্রের সাড়াও মেলে। হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ের সামনে তেরো তলা ভবন তৈরির জন্য জায়গা চিহ্নিত হয়। ভবনের নকশাও তৈরি করে রাজ্য সরকার। কাজ অনেকদূর এগোনর পর হঠাত্ই গত বছরের ফেব্রুয়ারিতে পরিকল্পনাটি বাতিল করে কেন্দ্র। রিজিওনাল ক্যান্সার সেন্টারের তকমা পেলে বার্ষিক পঞ্চাশ কোটি টাকা অনুদান পেত মেডিক্যাল কলেজ। টার্শিয়ারি ক্যান্সার সেন্টার বা টিসিসির জন্য অনুদান মিলবে বার্ষিক ছ`কোটি টাকা। কেন্দ্রের এই সিদ্ধান্তে অখুশি থাকলেও তা কার্যত মেনে নেয় রাজ্য স্বাস্থ্য দফতর। টিসিসি তকমা পেতে হাসপাতালে রাতারাতি তৈরি হয় মেডিক্যাল অঙ্কোলজি,সার্জিক্যাল অঙ্কোলজি, অঙ্কোপ্যাথলজির মতো বেশ কয়েকটি নতুন বিভাগ। তৈরি হয় ২৯ জন ক্যান্সার বিশেষজ্ঞের পদ। চটজলদি পাঁচ জন বিশেষজ্ঞ চিকিত্সক নিয়োগ করা হয়। কিন্তু উদ্যোগই সার। বছর ঘুরলেও এখনও মেলেনি কেন্দ্রের অনুমোদন। বিশ বাঁও জলে মেডিক্যাল কলেজের টার্শিয়ারি ক্যান্সার সেন্টার। যাবতীয় পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন এত সময় লাগছে অনুমোদন পেতে? কেন দ্বিতীয় দফায় ফের আবেদন করতে হল কেন্দ্রের কাছে? এখনও অন্ধকারে রাজ্যের স্বাস্থ্য কর্তারা।