Justice Abhijit Ganguly: 'জ্যাঠামশাইয়ের মাথায় অক্সিজেন কম ঢুকছে', উড়ো ব্যানারে গুঞ্জন হাইকোর্টে

Justice Abhijit Ganguly: এদিনই ফের এজলাসে বসেই অরুণাভ ঘোষের সমালোচনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, 'আমি বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করছি। দেখি কী করা যায়।'

Updated By: Aug 26, 2022, 08:15 PM IST
Justice Abhijit Ganguly: 'জ্যাঠামশাইয়ের মাথায় অক্সিজেন কম ঢুকছে', উড়ো ব্যানারে গুঞ্জন হাইকোর্টে
ফাইল ছবি

অর্ণবাংশু নিয়োগী: 'জ্যাঠামশাইয়ের মাথায় অক্সিজেন কম ঢুকছে। সেই জন্য উনি ভুল বকছেন। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।' এমনই এক উড়ো ব্যানার ঘিরে এদিন গুঞ্জন ছড়াল হাইকোর্ট পাড়ায়। 

অন্যদিকে, এদিনই ফের এজলাসে বসেই অরুণাভ ঘোষের সমালোচনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি বলেন, 'আমায় বলা হচ্ছে আমি আইন জানি না। আমার গুরুদেব আইনজীবী সলিল গাঙ্গুলি। আমি তার কাছ থেকেই শিখেছি। এখন অনেকেই ১৭(সি) ও ১৬৫ আইনের ধারা নিয়ে অনেকেই জানে না। এই আইন দুটি আমি বিচারের ক্ষেত্রে ব্যবহার করেছি। কিন্তু আমায় কেউ দেখাতে পারেননি ওই দুটি আইন আমি ভুলভাবে ব্যবহার করেছি।'

আরও বলেন, 'ন্যাচারাল জাস্টিস নিয়ে সবাই চিৎকার করে, কিন্তু ন্যাচারাল জাস্টিসের প্রকৃত বাস্তবায়ন সম্পর্কে জানে না। ৪ বছরে ৯৫ জাজমেন্ট দিয়েছি। দেড় বছর করোনার জন্য কোনও জাজমেন্ট নেই। যে বলছে আমার কোনও জাজমেন্ট নেই, সে নিজে আমার জাজমেন্ট দেখিয়ে নির্দেশ নিয়ে গেছে। অস্বায়ী চাকরির মামলায় অর্ডার নিয়ে গেছে। আর বাইরে জেনে-বুঝে মিথ্যা বলছে। কোর্টে এসে বলছে আমার জাজমেন্ট নেই।'

আরও পড়ুন, Firhad Hakim: 'আমাকে জেলে ঢুকিয়ে দিন', বলছেন ফিরহাদ!

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাফ মন্তব্য, 'একজন বিচারপতি প্রকাশ্যে কিছু বলতে পারেন না। সে যা বলার আদালতেই বলেন।' তিনি আরও বলেন, 'আমার সঙ্গে অরুণাভ ঘোষের শত্রুতা নেই। আমি ওনার সাথে এজলাসে মতানৈক্য মিটিয়ে নিয়ে ছিলাম। কিন্তু জানি না কেন, উনি বাইরে তারপরেও আমার সম্পর্কে বলে বেড়াচ্ছেন। আমি বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করছি। দেখি কী করা যায়। এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.