Firhad Hakim: 'আমাকে জেলে ঢুকিয়ে দিন', বলছেন ফিরহাদ!

Firhad Hakim: 'আমাকে ঢুকিয়ে দিন। আপনিও কারও স্বামী। কারও বাবা। আমিও তাই। আমি অসম্মানিত হতে চাই না।'

Updated By: Aug 26, 2022, 05:55 PM IST
Firhad Hakim: 'আমাকে জেলে ঢুকিয়ে দিন', বলছেন ফিরহাদ!

প্রবীর চক্রবর্তী: 'আমাকে জেলে ঢুকিয়ে দিন।' একথা বলছেন ফিরহাদ হাকিম নিজেই। বলছেন 'মর্মাহত' ফিরহাদ হাকিম। কারণ তাঁর বক্তব্য একদম স্পষ্ট। এভাবে রোজ রোজ 'চোর, চোর' বলে দাগিয়ে তাঁকে অসম্মানিত হচ্ছে। তাঁর সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। এতে তাঁর ব্যক্তিগত ক্ষতিও হচ্ছে। তাই তাঁর স্পষ্ট বক্তব্য, 'জেলে ঢুকিয়ে দিন। কিন্তু প্রতিদিন সামাদিক সম্মান নিয়ে খেলবেন না। এতে ব্যক্তিগত ক্ষতি হচ্ছে।' ফিরহাদ হাকিমের এই বক্তব্য ও আক্রমণের মূলত লক্ষ্য ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন ফিরহাদ বলেন, 'সুকান্ত মজুমদারদার উদ্দেশ্য বলি, কোন মামলায় আমাকে ফাঁসানো হবে বলে দিন। মনে হচ্ছে, লিস্ট আপনি করে দিচ্ছেন। কোন মামলায় ষড়যন্ত্রের শিকার হব বলে দিন। কোনও দিন যে কাজ অন্যায়, মানুষের চোখে অন্যায়, তেমন কাজ করিনি। এত কুৎসা, অভিসন্ধি। আমার ওপরে এত রাগ কেন? এর কারণ বুঝতে পারছি না। অনেকেই বলছেন, আমার কাছে নোটিস গিয়েছে। রেইড হচ্ছে।কেন এত আনন্দ? কী এমন অন্যায় করলাম যে, সব সময় আমাকে হেনস্থা? ববি হাকিম তৃণমূল কংগ্রেস করে মানেই অসাধু। আর সুকান্ত বাবুর দলে গেলেই সাধু?' প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন, Manik Bhattacharya: ভিডিয়ো কলে সস্ত্রীক 'নিখোঁজ' মানিক, কী বললেন তিনি?

একইসঙ্গে ফিরহাদ আরও বলেন যে, 'আমার জেলে যেতে ভয় লাগে না। মধ্যবিত্ত পরিবারে জন্মেছি। তাই সম্মানহানির ভয় লাগে। আমাকে ঢুকিয়ে দিন। আসুন আপনি নিজে। আমাকে ঢুকিয়ে দিন। আপনিও কারও স্বামী। কারও বাবা। আমিও তাই। আমি অসম্মানিত হতে চাই না।' ফিরহাদের এই বক্তব্যের আবার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন অমিত মালব্যও। তাঁর পাল্টা টুইট, 'যে নিজে চোর হয়। তাঁর সবাইকে চোর বলে মনে হয়। রাজশক্তি শেষ কথা বলে না। গণতন্ত্র শেষ কথা বলে।'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.