কংগ্রেস-তৃণমূল টানাপোড়েন চরমে
আগামী কাল ধর্মতলায় কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ঘিরে সরকারেরই দুই শরিকের মধ্যে টানাপোড়েন চরমে উঠল। ফসলের ন্যায্য দামের ইস্যুতে আগামী কাল ধর্মতলায় অবস্থান কর্মসূচি নিয়েছে কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য অভিযোগ করেন ওই কর্মসূচিতে নানা ভাবে বাধা দিচ্ছে পুলিস।
আগামী কাল ধর্মতলায় কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ঘিরে সরকারেরই দুই শরিকের মধ্যে টানাপোড়েন চরমে উঠল। ফসলের ন্যায্য দামের ইস্যুতে আগামী কাল ধর্মতলায় অবস্থান কর্মসূচি নিয়েছে কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য অভিযোগ করেন ওই কর্মসূচিতে নানা ভাবে বাধা দিচ্ছে পুলিস। উল্টোদিকে কংগ্রেসের এই আন্দোলন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন শরিক দল নোংরা খেলায় নেমেছে। পেট্রোলের মূল্যবৃদ্ধি, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ এবং লোকপাল বিল নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সংঘাত বেধেছিল আগেই। এবার রাজ্যের রাজনীতিতেও দুই শরিকের সংঘাত চরমে উঠল। মঙ্গলবার যুব কংগ্রেসের অবস্থান মঞ্চে রাজ্যে কৃষকদের দুরবস্থা নিয়ে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
ধান পাট আলুর ন্যায্যমূল্যের দাবিতে বুধবার ধর্মতলায় কংগ্রেসের অবস্থান কর্মসূচি। মঙ্গলবার প্রদীপবাবু অভিযোগ করেন সেই কর্মসূচিতে নানাভাবে বাধা দিচ্ছে কলকাতা পুলিস। কংগ্রেসের আন্দোলনকে কটাক্ষ করে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, প্রদেশ কংগ্রেস নেতারা নোংরা খেলায় নেমেছেন।