সারদায় পুরসভার যোগ নিয়ে এবার সিবিআইয়ের কাছে কং কাউন্সিলার
সারদায় পুরসভার যোগ নিয়ে এবার সিবিআইয়ের কাছে কং কাউন্সিলার
কলকাতা পুরসভার সঙ্গে সারদাকাণ্ডের যোগ নিয়ে এবার সিবিআইয়ের কাছে দরবার করলেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়। যাবতীয় নথি নিয়ে আজ তিনি সিবিআই দফতরে যান। সব নথি যুগ্ম অধিকর্তার কাছে পাঠিয়ে দিতে তাঁকে পরামর্শ দিয়েছেন সিবিআইয়ের সুপারিনটেন্ডেন্ট। কলকাতার ৪৫৫ নম্বর ডায়মন্ড হারবার রোডে সুদীপ্ত সেনকে উনসত্তরটি ট্রেড লাইসেন্স দিয়েছিল কলকাতা পুরসভা। প্রকাশ উপাধ্যায়ের অভিযোগ, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছিল। অনিয়মে মদত ছিল মেয়রের।
সারদাকাণ্ডে কলকাতা পুরসভার যোগ আছে কিনা খতিয়ে দেখতে কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায়কে তলব করল ইডি। সোমবার তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ৪৫৫ নম্বর ডায়মন্ড হারবার রোডে সুদীপ্ত সেনকে উনসত্তরটি ট্রেড লাইসেন্স দিয়েছিল কলকাতা পুরসভা। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে মেয়রের মদতে অনিয়ম হয়েছিল বলে অভিযোগ করেছিলেন প্রকাশ উপাধ্যায়। সেই ঘটনার প্রেক্ষিতেই প্রকাশ উপাধ্যায়কে ডেকে পাঠাল ইডি।