কোন জেলায় কত আসন, কী কী কেন্দ্র, কবে ভোট (কমপ্লিট ভোট গাইড)

Updated By: Mar 13, 2016, 05:23 PM IST
জেলা  মোট আসন সংখ্যা কেন্দ্র ভোট কবে
কলকাতা ১১ কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া ২১ এপ্রিল এবং ৩০ এপ্রিল
হাওড়া ১৬ বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, জগত্‍বল্লভপুর, ডোমজুড়, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর ২৫ এপ্রিল
উত্তর ২৪ পরগনা ৩৩ বাগদা, বনগাঁ (উত্তর), বনগাঁ (দক্ষিণ), গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম (উত্তর), পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম, রাজারহাট - নিউটাউন, বিধাননগর, রাজারহাট - গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট (দক্ষিণ), বসিরহাট (উত্তর), হিঙ্গলগঞ্জ ২৫ এপ্রিল
দক্ষিণ ২৪ পরগনা ৩১ ফলতা, ডায়মণ্ড হারবার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, মন্দিরবাজার, রায়দিঘি, কুলপি, কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, বাসন্তী, গোসাবা, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, কুলতলি, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, বিষ্ণুপুর, সাতগাছিয়া, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ ৩০ এপ্রিল
নদিয়া ১৭ করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর (উত্তর), কৃষ্ণনগর (দক্ষিণ), নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ, চাকদহ, হরিণঘাটা, কল্যাণী, কালীগঞ্জ ২১ এপ্রিল
মুর্শিদাবাদ ২২ ফারাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি ২১ এপ্রিল
জলপাইগুড়ি ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম - ফুলবাড়ি, মাল, নাগরাকাটা ১৭ এপ্রিল
আলিপুরদুয়ার কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট,, ১৭ এপ্রিল
কোচবিহার কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, মাথাভাঙা, নাটাবাড়ি, শীতলখুচি, সিতাই, দিনহাটা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ ৫ মে
দার্জিলিঙ কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিঙ, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, মাটিগাড়া - নকশালবাড়ি ১৭ এপ্রিল
উত্তর দিনাজপুর চোপড়া, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, চারুলিয়া, গোয়ালপোখর, করণদিঘি, ইসলামপুর, ইটাহার, হেমতাবাদ ১৭ এপ্রিল
দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, তপন, হরিরামপুর, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, কুশমণ্ডি ১৭ এপ্রিল
মালদহ ১২ ইংরেজবাজার, মালদহ, হবিবপুর, মোথাবাড়ি, চাঁচল, মালতিপুর, গাজল, হরিশচন্দ্রপুর, বৈষ্ণবনগর, সুজাপুর, মানিকচক, রতুয়া ১৭ এপ্রিল
হুগলি ১৮ জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চন্দননগর, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, চুঁচুড়া, সপ্তগ্রাম, পাণ্ডুয়া, বলাগড়, ধনেখালি, পুড়শুড়া, আরামবাগ, খানাকুল, গোঘাট ৩০ এপ্রিল
পূর্ব মেদিনীপুর ১৬ তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, কাঁথি উত্তর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা ৫ মে
পশ্চিম মেদিনীপুর ১৯ দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর, মেদিনীপুর, বিনপুর ৪ এপ্রিল এবং ১১ এপ্রিল
বর্ধমান ২৫ খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি ২১ এপ্রিল
বীরভূম ১১ বোলপুর, রামপুরহাট, নলহাটি, সিউড়ি, দুবরাজপুর, ময়ূরেশ্বর, লাভপুর, নানুর, হাসন, মুরাবই, সাঁইথিয়া ১৭ এপ্রিল
পুরুলিয়া পুরুলিয়া, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, জয়পুর, বান্দোয়ান, মানবাজার, বাঘমুণ্ডি, বলরামপুর ৪ এপ্রিল
বাঁকুড়া ১২ বাঁকুড়া, বড়জোড়া, শালতোড়া, ছাতনা, ওন্দা, সোনামুখী, ইন্দাস, বিষ্ণুপুর, কোতুলপুর, তালড্যাংরা, রাইপুর, রানিবাঁধ ৪ এপ্রিল এবং ১১ এপ্রিল
সব কেন্দ্রে ফল ১৯ মে  

 

.