বেআইনি ওষুধের কারবার নয়, চিকিত্‍সকদের বললেন মুখ্যমন্ত্রী

রাজনীতির রং দেখে সরকারি চিকিত্সকদের কাজের মূল্যায়ন করা হবে না। তবে সরকারি চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদেরও বেআইনি ওষুধের কারবার থেকে দূরে থাকতে হবে। শুক্রবার টাউন হলে চিকিত্সকদের এক কনভেনশনে এই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দশমাসে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

Updated By: Apr 20, 2012, 09:41 PM IST

রাজনীতির রং দেখে সরকারি চিকিত্সকদের কাজের মূল্যায়ন করা হবে না। তবে সরকারি চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদেরও বেআইনি ওষুধের কারবার থেকে দূরে থাকতে হবে। শুক্রবার টাউন হলে চিকিত্সকদের এক কনভেনশনে এই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত দশমাসে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর অনেক উন্নতি হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
সরকারি হাসপাতালের ওষুধের বেআইনি কারবারে তাঁর দলের চিকিত্সক সংগঠনের কেউ যুক্ত হলে তাকে দল ছাড়তে হবে। শুক্রবার কলকাতার টাউন হলে তৃণমূল প্রভাবিত প্রগ্রেসিভ ডক্টর্স অ্যাসোসিয়েশনের কনভেনশনে এই বলেই দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালে ওষুধের বেআইনি কারবার নিয়ে একাধিক অভিযোগ ওঠায় যে তিনি যথেষ্ট বিব্রত, তা এদিন স্পষ্ট হয়ে যায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে। পাশাপাশি প্রশাসন যে রাজনৈতিক রং দেখে সরকারি চিকিত্সকদের কাজ বিচার করবে না, তা-ও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
 
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এবার থেকে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে হেল্থলাইন পরিষেবা চালু করছে স্বাস্থ্য দফতর। ফলে এখন থেকে আর রেফার করে দায় সারলে চলবে না চিকিত্সকদের। হেল্থ লাইনের মাধ্যমে কোথায় বেড খালি আছে জেনে রোগীকে ভর্তির ব্যবস্থা করতে হবে চিকিতসকদের।
 
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে শিশুমৃত্যুর হার বিগত বাম জমানার তুলনায় অনেকটাই কমেছে। চিকিত্সক সুকুমার মুখার্জিকে স্বাস্থ্যদফতরের মুখ্য উপদেষ্টার পদে নিয়োগ করার সিদ্ধান্ত ঘোষণা হয় এই অনুষ্ঠানেই।

.