চতুর্থীতেও কাটল না মেঘ, বৃষ্টি এখন বাঙালির আতঙ্কের প্রতীক

ম‍ণ্ডপ বাঁধার কাজ শেষ। আলোর কাজেও শেষ তুলুর টান। মা চলে এসেছেন। মণ্ডপ উদ্বোধনও হয়ে গিয়েছে। কিন্তু আকাশের মুখভার রয়েই গিয়েছে। চতুর্থীর সকাল থেকেই শহরের কিছু কিছু অংশে বৃষ্টি পড়ছে। আবহাওয়া দফতর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকাতেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে এই বৃষ্টি৷

Updated By: Oct 8, 2013, 10:59 AM IST

ম‍ণ্ডপ বাঁধার কাজ শেষ। আলোর কাজেও শেষ তুলুর টান। মা চলে এসেছেন। মণ্ডপ উদ্বোধনও হয়ে গিয়েছে। কিন্তু আকাশের মুখভার রয়েই গিয়েছে। চতুর্থীর সকাল থেকেই শহরের কিছু কিছু অংশে বৃষ্টি পড়ছে। আবহাওয়া দফতর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকাতেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে এই বৃষ্টি৷
তৃতীয়ার বৃষ্টিতে শহর প্রায় ভেসে গেছিল। চতুর্থী বৃষ্টিতে মন খারাপটা আরও বাড়ল। তবে আশার কথা একটাই ষষ্ঠী অবধি এক-দুপশলা বৃষ্টি হলেও সপ্তমী-অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ সোমবার বলেন, “সপ্তমী থেকে আকাশ পরিষ্কার হবে। তবে নবমী থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে।”

.