সুসজ্জিত মণ্ডপের সংরক্ষণ করার কথা ভাবছে রাজ্য সরকার
রাজ্যের পর্যটন এবং ক্ষুদ্রশিল্প দফতরের যৌথ উদ্যোগে শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সুসজ্জিত মণ্ডপের সংরক্ষণ করার কথা ভাবছে রাজ্য সরকার। সোমবার দক্ষিণ কলকাতার এক পুজো মণ্ডপে এমন ভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ফিরহাদ হাকিমের পুজোয় উপস্থিত ফরাসি কনসাল জেনারেলকে দেখে অনুরোধ করলেন আরও বিনিয়োগের জন্য।
রাজ্যের পর্যটন এবং ক্ষুদ্রশিল্প দফতরের যৌথ উদ্যোগে শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সুসজ্জিত মণ্ডপের সংরক্ষণ করার কথা ভাবছে রাজ্য সরকার। সোমবার দক্ষিণ কলকাতার এক পুজো মণ্ডপে এমন ভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ফিরহাদ হাকিমের পুজোয় উপস্থিত ফরাসি কনসাল জেনারেলকে দেখে অনুরোধ করলেন আরও বিনিয়োগের জন্য।
কখনও বাচ্চাদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়েই দিব্যি আড্ডা, কখনও বা দেবীর আরাধনায় চণ্ডীপাঠ। সোমবার পুজো উদ্বোধনে বেরিয়ে রীতিমত অন্য মমতা। তবে তার ফাঁকেই মণ্ডপ শিল্পকে নিয়ে নিজের ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী।
৬৬ পল্লী, বাদামতলা আষাড় সংঘের পর চেতলা অগ্রণীতে এসে পুজো উদ্বোধনের ফাঁকেই অনুষ্ঠানে উপস্থিত ফরাসি কনসাল জেনারেলকে অনুরোধ করলেন এরাজ্যে বিনিয়োগ এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও বাড়ানোর জন্য।
সবমিলিয়ে ব্যস্ততার ফাঁকে অন্যরকম মুডেই কাটলো মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন।