আজ ও কাল বৃষ্টি হলেও, কালীপুজোয় পরিষ্কার আকাশের পূর্বাভাস হাওয়া অফিসের

আজ কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা।

Updated By: Oct 24, 2019, 09:49 AM IST
আজ ও কাল বৃষ্টি হলেও, কালীপুজোয় পরিষ্কার আকাশের পূর্বাভাস হাওয়া অফিসের
ছবি : অয়ন ঘোষাল

অয়ন ঘোষাল:  অবশেষে আলোর উত্সবের আগে আশার বাণী শোনাল হাওয়া অফিস।  কালী পুজো ও দীপাবলিতে মূলত পরিষ্কার থাকবে আকাশ, জানাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার অর্থাৎ কালী পুজোর দিন থেকে উত্তর বঙ্গেও আকাশ পরিস্কার থাকবে। তার আগে পর্যন্ত অবশ্য বৃষ্টির পূর্বাভাস।

 

আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। আজ কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা।  দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে। কয়েক পশলা ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলিতেও।

আরও পড়ুন - সেতুর স্বাস্থ্য রক্ষার দায়িত্ব বন্টনে রেল-রাজ্য মৌ শীঘ্রই

আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। বৃষ্টি বাড়বে দার্জিলিং সহ ৫ জেলাতেও। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ শক্তি সঞ্চয় করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে।

.