রাত পোহালেই উপনির্বাচন, দুই কেন্দ্রে উত্তেজনা তুঙ্গে
আগামিকাল চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই ভোটের ফলের ওপর কিছুই নির্ভর করছে না। তবে কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এই উপনির্বাচন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুদলের কাছেই মর্যাদার লড়াই। কংগ্রেস, বামেদের কাছে এই লড়াই অস্তিত্ব রক্ষার। চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ, দুটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফল আগামিদিনে রাজ্য রাজনীতিতে তাত্পর্যপূর্ণ হয়ে উঠতে পারে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা: আগামিকাল চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই ভোটের ফলের ওপর কিছুই নির্ভর করছে না। তবে কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে এই উপনির্বাচন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দুদলের কাছেই মর্যাদার লড়াই। কংগ্রেস, বামেদের কাছে এই লড়াই অস্তিত্ব রক্ষার। চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণ, দুটি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের ফল আগামিদিনে রাজ্য রাজনীতিতে তাত্পর্যপূর্ণ হয়ে উঠতে পারে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
চৌরঙ্গি কেন্দ্র এর আগে ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। শিখা মিত্র দল ছাড়ার পর এখানে ভোট হচ্ছে।
সিপিআইএমের বিধায়ক নারায়ন মুখার্জির মারা যাওয়ায় ভোট নেওয়া হচ্ছে বসিরহাট দক্ষিণে।
টানাপোড়েনের এই ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতুহল তুঙ্গে।
উপনির্বাচন হলেও রাজনৈতিক দলগুলির কাছে এটি কার্যত মরণ-বাঁচন লড়াই।
রাজ্যে তৃণমূলের বিজয়রথ ঠেকাতে মরিয়া বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে এসে সভা করে গেছেন চৌরঙ্গিতে।
সুষ্ঠু ও অবাধ ভোটের দাবি নিয়ে রাজ্যে এসে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির সহ-সভাপতি মুখতার আব্বাস নকভি।
অন্যদিকে সারদা-সিবিআই ইস্যুতে খানিকটা কোণঠাসা তৃণমূল এমুহুর্তে রাজনৈতিক ভাবে অস্বস্তিতে। চাপে দল। চাপ বাড়ছে সরকারের ওপরেও। তাদের কাছে লড়াই সম্মান রক্ষার। মানুষের মন-মত ধরে রাখার।
কংগ্রেসও এ রাজ্যে এখন বেশ চাপে। ভাঙন ধরেছে দলে। অস্তিত্ব বাঁচাতে ভাল ফল করা জরুরি।
একসময় বসিরহাট ছিল বামেদের দুর্গ। কিন্তু একের পর এক নির্বাচনে শোচনীয় পরাজয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাঁদের। ভোটে ভাল ফল করা তাঁদের জন্যেও জরুরি।