সারদা তদন্তে মাঠে নামল ইডি
সারদা কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে গ্রেফতার করেছে সিবিআই। এবার ময়দানের চারটি বড় ক্লাবের কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্লাবগুলি হল ইস্টবেঙ্গল, মোহনবাগান, কালীঘাট MS ও ভবানীপুর স্পোর্টিং ক্লাব। ক্লাবগুলি স্পনসরশিপ বাবদ সারদা গোষ্ঠী থেকে যে টাকা পেয়েছে সেই সংক্রান্ত লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছে কর্তৃপক্ষকে।
কলকাতা: সারদা কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে গ্রেফতার করেছে সিবিআই। এবার ময়দানের চারটি বড় ক্লাবের কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্লাবগুলি হল ইস্টবেঙ্গল, মোহনবাগান, কালীঘাট MS ও ভবানীপুর স্পোর্টিং ক্লাব। ক্লাবগুলি স্পনসরশিপ বাবদ সারদা গোষ্ঠী থেকে যে টাকা পেয়েছে সেই সংক্রান্ত লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তলব করা হয়েছে কর্তৃপক্ষকে।
সারদার টাকায় জমায়াতে ইসলামিকে সাহায্য করার অভিযোগ সরাসরি অস্বীকার করলেন তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরান। ইমরানের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।