নেপাল থেকে ফিরে তাশি শেরপা সম্পর্কে সব অভিযোগ উড়িয়ে দিলেন ছন্দার দাদা

নেপাল থেকে খালি হাতেই ফিরে এলেন নিখোঁজ পর্বতারোহী ছন্দা গায়েনের দাদা জ্যোতির্ময় গায়েন। তিনি জানিয়েছেন, ছন্দার খোঁজে উদ্ধারকাজ আপাতত স্থগিত থাকছে। খারাপ আবহাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিতে হল।

Updated By: Jun 6, 2014, 02:24 PM IST

নেপাল থেকে খালি হাতেই ফিরে এলেন নিখোঁজ পর্বতারোহী ছন্দা গায়েনের দাদা জ্যোতির্ময় গায়েন। তিনি জানিয়েছেন, ছন্দার খোঁজে উদ্ধারকাজ আপাতত স্থগিত থাকছে। খারাপ আবহাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিতে হল।

উদ্ধারকাজ তদারকি করতে তিনি নিজে গত মঙ্গলবার নেপাল গিয়েছিলেন। পৌছনোর পর নেপাল সরকার তাঁকে সবরকম ভাবে সাহায্য করেছে বলে জানিয়েছেন জ্যোতির্ময় গায়েন। তিনি বলেন, সেখানে আবহাওয়া এতটাই প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে যে উদ্ধার কাজ আর এগোনো সম্ভব ছিল না। তাশি শেরপার সঙ্গেও তাঁর কথা হয়েছে। ফিরে আসার পর জ্যোতির্ময়বাবুর দাবি, ছন্দার দলের ওই মুখ্য শেরপার কথায় যে অসঙ্গতির অভিযোগ উঠছিল তা ভিত্তিহীন। উদ্ধারকাজে ঢিলেমি সহ বাকি যে সমস্ত অভিযোগ এর আগে তাঁরা করছিলেন, এবার তা থেকেও পিছু হটেছে ছন্দার পরিবার।

কাঞ্চনজঙ্খা অভিযান সেরেই ইয়ালুঙকাঙ শিখর জয়ে বেরিয়ে পড়েছিলেন পর্বতারোহী ছন্দা গায়েন। পথে খারাপ আবহাওয়ায় দুর্ঘটনার কারণে গত ১৯ মে থেকে নিখোঁজ তিনি।

.