কই ঘরছাড়া কর্মীদের নাম-ঠিকানা দিন, Tathagatha-কে তাগাদা Chandrima-র
ফের টুইটারে তথাগত-চন্দ্রিমা মন্তব্য-পাল্টা মন্তব্য।
নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা নিয়ে আরও একবার টুইট লড়াই তথাগত-চন্দ্রিমার (Chandrima Bhattacharya)। দিন কয়েক আগে বিজেপি নেতা দাবি করেছিলেন, দলের কর্মীরা ঘরছাড়া। তাঁদের নাম-ঠিকানা জানতে চান চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার ফের বিজেপি নেতাকে সে কথা স্মরণ করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী।
তথাগত (Tathagata Roy) টুইট করেন,''বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে চেয়েছিলেন চন্দ্রিমা (Chandrima Bhattacharya)। আমি তাঁর কাছে ইমেল বা হোয়াটসঅ্যাপ চেয়েছি।''
@Chandrimaaitc made a nice gesture offering to rehabilitate BJP supporters driven out of homes. I reciprocated and asked for her email/whatsapp.
Meanwhile Republic BANGLA TV reports BJP supporters’ families in Ausgram,Bardhaman,living in makeshift tents under subhuman conditions.
— Tathagata Roy (@tathagata2) June 10, 2021
বিগত টুইটের কথা স্মরণ করিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) প্রত্যুত্তর, ''গত ৭ জুন আমি আপনাকে অনুরোধ করেছিলাম বিস্তারিত তথ্য দিন। আপনার সঙ্গে ই-মেল আইডি-ও শেয়ার করতে পারি। পরিস্থিতির অভিঘাত অনুভব করে আপনার কাছ থেকে উত্তরের প্রত্যাশায় ছিলাম। তবে কোনও জবাব পেলাম। আপনাকে বার্তাও পাঠাতে পারছি না। কারণ আপনি সেই ব্যবস্থা বন্ধ করে রেখেছেন। দয়া করে নিজের দাবি অনুযায়ী পদক্ষেপ করুন।''
On 7th June, I requested you to DM me so I can share my email ID with you. Expected a prompt response given the gravity of the situation but still haven't heard from you. I'm also unable to DM you since you've turned off the feature.
Kindly act as per the urgency of your claims. https://t.co/q70GQQreXN
— Chandrima Bhattacharya (@Chandrimaaitc) June 10, 2021
দিন কয়েক আগে বিজেপি নেতা (Tathagata Roy) টুইটারে দাবি করেন,''কাঁদতে কাঁদতে এসেছিলেন একজন কাছের মানুষ। জানালেন,কয়েক হাজার বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। বড় অঙ্কের টাকা দিলে ঘরে ফিরতে পারবেন তাঁরা। আমি অসহায়। কেএসএ পালিয়েছে। ডি কল তুলছেন না!''
A very close person came crying today. Said a few thousand men who had worked for BJP hv bn driven out by Trinamooli goons. They will possibly have to pay hefty sums of money to be allowed to return. I am helpless. Of the state leaders KSA have run away. D doesn’t receive calls!
— Tathagata Roy (@tathagata2) June 2, 2021
তথাগতর এই টুইটে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি লেখেন,''স্যর আপনাকে অনুরোধ করছি আপনি বিস্তারিত তথ্য দিন। যে দলেরই হোক না কেন আমরা যেন সকলকে তাড়াতাড়ি সুরক্ষিত বাড়ি পৌঁছতে পারি। এই ধরনের কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিচ্ছি।''
Sir, requesting you to share further details on this matter so we may urgently help everyone return home safely irrespective of their party affiliation.
We also assure that strict disciplinary action will be initiated against anyone found involved in such intimidation tactics. https://t.co/rfP5DdYQ4c
— Chandrima Bhattacharya (@Chandrimaaitc) June 3, 2021
ওই ঘটনার পর এ দিন তথাগতর (Tathagata Roy) দাবির সপক্ষে বিস্তারিত তথ্য চাইলেন চন্দ্রিমা (Chandrima Bhattacharya)।
আরও পড়ুন- অতটা খারাপ নন বলেই কি স্বাগত? তৃণমূলে Mukul-প্রত্যাবর্তন জল্পনা বাড়ালেন Sougata