নগদে ২৬০ কোটি টাকা জমা! সারদাকাণ্ডে আয়কর দফতরকে চিঠি দিয়ে নথি চাইল সিবিআই

ওই জনপ্রতিনিধির আয়কর জরিমানা হয় ১০৪ কোটি টাকা।

Reported By: বিক্রম দাস | Updated By: Sep 27, 2020, 03:39 PM IST
নগদে ২৬০ কোটি টাকা জমা! সারদাকাণ্ডে আয়কর দফতরকে চিঠি দিয়ে নথি চাইল সিবিআই
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : সারদাকাণ্ডে নাটকীয় মোড়। সারদাকাণ্ডের তদন্তে এবার আয়কর দফতরকে চিঠি দিল সিবিআই। চিটফান্ড দুর্নীতির তদন্তে সিবিআই-এর নজরে এক প্রভাবশালী জনপ্রতিনিধি। তাঁর ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে সিবিআই। সেই প্রসঙ্গেই এবার আয়কর দফতরকে চিঠি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। 

সিবিআই সূত্রে খবর, ২০১৪-১৫ সালে আয়কর দফতরের তরফে একটি স্কিমের ঘোষণা করা হয়। যেখানে আয়কর ছাড়ের সুযোগ দেওয়া হয়। সেইসময় ওই প্রভাবশালী জনপ্রতিনিধি নগদে ২৬০ কোটি টাকা জমা দেন। ওই জনপ্রতিনিধির আয়কর জরিমানা হয় ১০৪ কোটি টাকা। ওই প্রভাবশালীর জমা দেওয়া টাকা নিয়েই সন্দিহান সিবিআই। 

সেই বিষয়েই আরও বিস্তারিত খোঁজখবর নিতে আয়কর দফতরকে চিঠি দিল সিবিআই। আয়কর দফতরকে কাছে ওই সংক্রান্ত নথি তলব করেছে সিবিআই। তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, সারদা সহ চিটফান্ডের টাকা নগদে জমা দেওয়া হয়েছিল ওই আয়কর স্কিমে। এখন নথি কী বলে সেটাই দেখার!

আরও পড়ুন, ফের পাড়ুইয়ে উদ্ধার হল তৃণমূল নেতাদের নাম লেখা মাওবাদী পোস্টার

.