মদন মিত্রের বাড়িতে সিবিআই তল্লাসি
Updated By: Oct 5, 2017, 11:44 PM IST
ফাইল ছবি
ওয়েব ডেস্ক: নারদকাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বাড়িতে তল্লাসি চালাল সিবিআই। এদিন মদনের দক্ষিণেশ্বরের বাড়িতে হাজির হন সিবিআই গোয়েন্দারা।
সকালে মদন মিত্রের বাড়িতে হানা দেয় সিবিআই-এর পাঁচ সদস্যের দল। গোয়েন্দারা বেশ কিছু নথি পরীক্ষা করে দেখেন। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তল্লাসি । বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি।
এদিনই নারদকাণ্ডে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। ইডি সূত্রে খবর, কী কারণে টাকা নিয়েছিলেন তিনি, তা জানতে চাওয়া হয় অপরূপার কাছ থেকে। ইতিমধ্যেই সাংসদের বাড়ি গিয়ে তাঁকে জেরা করেছে সিবিআই। এবার ইডি-র জেরার মুখোমুখি হলেন আরামবাগের সাংসদ।
আরও পড়ুন, নারদ কাণ্ডে ইডির ১০ ঘণ্টার জেরার মুখে অপরূপা পোদ্দার