রাস্তার ধারে পার্কিংয়ের দখল নিয়ে অশান্তি বেকবাগানে, ভাঙচুর ১০টি গাড়ি, আহত এক যুবক

রাস্তার ধারে পার্কিংয়ের দখল কার হাতে থাকবে তা নিয়ে অশান্তি ছড়াল বেকবাগানে। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ কড়েয়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রায় দশটি গাড়ি ভাঙচুর হয়। দুদলের সংঘর্ষে পর ভাঙচুর চলে বেকবাগান রো এলাকার বস্তিতেও। আহত হন এক যুবক। ওই এলাকায় রাস্তার ধারেই রয়েছে গ্যারাজ। গ্যারাজ সংলগ্ন রাস্তার দুধারেই পরপর গাড়ির পার্কিং। পার্কিং থেকে আয়ের অঙ্কটাও মাসের শেষে বেশ ভালই। এই ব্যবসাতেই এলাকার যুবকদের দুটি দল রয়েছে। পার্কিংয়ের দখল নিতেই রাতে সংঘর্ষ ও ভাঙচুরে দুপক্ষ জড়িয়ে পড়ে বলে পুলিস সূত্রে খবর। 

Updated By: Jun 2, 2016, 09:03 AM IST
রাস্তার ধারে পার্কিংয়ের দখল নিয়ে অশান্তি বেকবাগানে, ভাঙচুর ১০টি গাড়ি, আহত এক যুবক

ওয়েব ডেস্ক: রাস্তার ধারে পার্কিংয়ের দখল কার হাতে থাকবে তা নিয়ে অশান্তি ছড়াল বেকবাগানে। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ কড়েয়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রায় দশটি গাড়ি ভাঙচুর হয়। দুদলের সংঘর্ষে পর ভাঙচুর চলে বেকবাগান রো এলাকার বস্তিতেও। আহত হন এক যুবক। ওই এলাকায় রাস্তার ধারেই রয়েছে গ্যারাজ। গ্যারাজ সংলগ্ন রাস্তার দুধারেই পরপর গাড়ির পার্কিং। পার্কিং থেকে আয়ের অঙ্কটাও মাসের শেষে বেশ ভালই। এই ব্যবসাতেই এলাকার যুবকদের দুটি দল রয়েছে। পার্কিংয়ের দখল নিতেই রাতে সংঘর্ষ ও ভাঙচুরে দুপক্ষ জড়িয়ে পড়ে বলে পুলিস সূত্রে খবর। 

.