'সার্কাস চলছে', ভার্চুয়াল শুনানিতে নেট-বিভ্রাটে কলকাতা হাইকোর্টের বিচারপতি
সেন্ট্রাল প্রজেক্ট কো-অর্ডিনেটরকে শো-কজ করেন বিচারপতি।
নিজস্ব প্রতিবেদন: কোভিডকালে চলছে ভার্চুয়ালি বিচার। শুক্রবার একটি মামলার শুনানি চলাকালীন ইন্টারনেট বিভ্রাট ঘটল। তার জেরে ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য (Sabyasachi Bhattacharya)। তিনি মন্তব্য করেন,'এটা সার্কাস চলছে।'
এ দিন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের (Sabyasachi Bhattacharya) এজলাসে ভার্চুয়াল শুনানির শুরু থেকে ব্যাঘাত ঘটে ইন্টারনেট সংযোগে। ক্ষুব্ধ বিচারপতি বলেন,'ফাঁকা স্টেজ-শো করার জন্য আমি আদালতে বসে থাকতে পারব না। এটা সার্কাসে পরিণত হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘর পর্যন্ত যাঁরা পৌঁছতে পারেন না, তাঁদের জন্য বিচারের শপথ নিয়েছি।' এরপর সেন্ট্রাল প্রজেক্ট কো-অর্ডিনেটরকে শো-কজ করেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, একাধিকবার ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি সেন্ট্রাল প্রজেক্ট কো-অর্ডিনেটর।
সেন্ট্রাল প্রজেক্ট কো-অর্ডিনেটরের কাছে জানতে চাওয়া হয় কেন রেজিস্ট্রার জেনারেল-সহ হাইকোর্টের প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ফৌজদারি পদক্ষেপ করা হবে না। শুক্রবার বেলা ৩টের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুুন- সোমবার থেকে শুরু উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, জানালেন Bratya