সোমবার থেকে শুরু উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, জানালেন Bratya
দিন কয়েক আগে উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। এরপর শুরু হচ্ছে নিয়োগপ্রক্রিয়া।
![সোমবার থেকে শুরু উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, জানালেন Bratya সোমবার থেকে শুরু উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, জানালেন Bratya](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/07/16/333241-bratya1.jpg)
নিজস্ব প্রতিবেদন: আগামী ১৯ জুলাই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। কোভিড বিধি মেনে একাধিক লপ্তে তা চলবে ৪ অগাস্ট পর্যন্ত। শুক্রবার সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
দিন কয়েক আগে উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। এরপর শুরু হচ্ছে নিয়োগপ্রক্রিয়া। ব্রাত্য বসু (Bratya Basu) এ দিন জানান,'আদালতের নির্দেশে স্বচ্ছতা মেনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং। ইন্টারভিউয়ের ব্যাপারে বিশদে জানা যাবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল www.westbengalssc.com-এ। সমস্ত তথ্য পাওয়া যাবে আজ বিকেল ৪টে থেকে। কোভিডবিধি মেনে একাধিক ব্যাচ বা লপ্তে ইন্টারভিউ ৪ অগাস্ট পর্যন্ত নেওয়া হবে। এছাড়া হেল্পলাইন নম্বর- ৯০৫১১৭৬৪০০, ৯০৫১১৭৬৫০০, ৯৮৩০৪৫৪২১৮ এবং ৯৮৩০৪৫৪২১৯।'
শিক্ষামন্ত্রী আরও জানান,'টেটে প্রাপ্ত নম্বর ও ইন্টারভিউয়ের নম্বর যোগ করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। উচ্চ প্রাথমিকে মোট শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯।'
আরও পড়ুন- রাজ্যে শীঘ্রই উপনির্বাচন? প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন