রাজ্য পুলিস অভিযুক্তদেরই হাতের পুতুল, নারদকাণ্ডে তীব্র তিরস্কার হাইকোর্টের
রাজ্য পুলিস আসলে অভিযুক্তদেরই হাতের পুতুল। নারদকাণ্ডে পুলিসকে তীব্র তিরস্কার হাইকোর্টের। চাঁচাছোলা ভাষায় কটাক্ষ জুটল তাদের কপালে। পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায়, পাল্টা আক্রমণাত্মক মুখ্যমন্ত্রীও।
ওয়েব ডেস্ক: রাজ্য পুলিস আসলে অভিযুক্তদেরই হাতের পুতুল। নারদকাণ্ডে পুলিসকে তীব্র তিরস্কার হাইকোর্টের। চাঁচাছোলা ভাষায় কটাক্ষ জুটল তাদের কপালে। পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায়, পাল্টা আক্রমণাত্মক মুখ্যমন্ত্রীও।
নারদ মামলার রায়দানে, পুলিসের ভূমিকা নিয়ে কার্যত তুলোধনা হাইকোর্টের। অভিযুক্তরা হাইপ্রোফাইল। প্রশ্ন তাঁদের নিয়েও। প্রধান বিচারপতি নিশীথা মাত্রে বলেন, একথা অস্বীকার করা যায় না যে অভিযুক্তরা রাজ্য প্রশাসনের শীর্ষ পদে রয়েছেন। তাঁদের ভূমিকা প্রশ্নাতীত হওয়াই উচিত। অভিযুক্তরা নিজেদের পদের জোরে ক্ষমতাবৃদ্ধি ও প্রভাব বাড়ানো এবং রাজনৈতিক শক্তিবৃদ্ধি করতেই পারেন।
এই অবস্থায় সংবিধানের ২২৬ নম্বর ধারা মেনে সিবিআইকে তদন্তভার দেওয়াটাই উচিত কাজ বলে মনে হয়েছে হাইকোর্টের। (আরও পড়ুন- হাইকোর্টে জোর ধাক্কা খেল কলকাতা পুলিস ও CID)