তোষণ করতে বেশ কিছু এলাকায় বিদ্যুতের মিটার রিডিং নেয় না তৃণমূল সরকার: দেবজিৎ সরকার

এদিন দেবজিৎ সরকার বলেন, রাজ্য সরকারের সঙ্গে সিইএসসির বোঝাপড়া রয়েছে। তাই সিইএসসি এখানকার মানুষকে লুঠ করে অন্য রাজ্যে ব্যবসা বাড়াচ্ছে। প্রতি বছর হাজার কোটি টাকা মুনাফা করছে পশ্চিমবঙ্গ থেকে। 

Updated By: Sep 6, 2019, 05:30 PM IST
তোষণ করতে বেশ কিছু এলাকায় বিদ্যুতের মিটার রিডিং নেয় না তৃণমূল সরকার: দেবজিৎ সরকার

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গে মাত্রাছাড়া বিদ্যুৎমাসুল হ্রাসের দাবিতে ময়দানে নামতে চলেছে বিজেপি। শুক্রবার দলের রাজ্য সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন সায়ন্তন বসু ও দেবজিৎ সরকার। আগামী ১১ সেপ্টেম্বর কলকাতায় সিইএসসির সদর দফতর ঘেরাও করতে চলেছে বিজেপি যুব মোর্চা। তার আগে এই নিয়ে জেলায় জেলায় আন্দোলন করবে সংগঠনটি। 

 

ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার শুক্রবার জানান, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি। এখানে ১ ইউনিট বিদ্যুতের সর্বোচ্চ দাম ৯.৯৯ টাকা। প্রায় একই অবস্থা সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম এলাকায়। বেসরকারি সংস্থার সঙ্গে আঁতাঁত করে রাজ্য সরকার সাধারণ মানুষকে লুঠ করছে বলে অভিযোগ করেন তিনি। 

দেবজিৎবাবুর দাবি, অন্যান্য রাজ্যে একই শহরে একাধিক সংস্থা বিদ্যুৎ সরবরাহ করে। যার ফলে বিদ্যুতের দাম ইচ্ছামতো বাড়াতে বা কমাতে পারে না কোনও সংস্থা। কলকাতায় কেন অন্য কোনও সংস্থাকে বিদ্যুৎ বণ্টনের অনুমতি দেয় না পশ্চিমবঙ্গ সরকার?

এদিন দেবজিৎ সরকার বলেন, রাজ্য সরকারের সঙ্গে সিইএসসির বোঝাপড়া রয়েছে। তাই সিইএসসি এখানকার মানুষকে লুঠ করে অন্য রাজ্যে ব্যবসা বাড়াচ্ছে। প্রতি বছর হাজার কোটি টাকা মুনাফা করছে পশ্চিমবঙ্গ থেকে। 

সিইএসসি-র সঙ্গে রাজ্য সরকারের বোঝাপড়ার নজির হিসাবে তিনি বলেন, পার্ক সার্কাস লাগোয়া কোয়েস্ট মলের জায়গায় ছিল সিইএসসির অফিস। কী ভাবে সেই জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠল? অনুমতি দিল কে? এব্যাপারে বর্তমান রাজ্য সরকারের সঙ্গে বাম সরকারকেও কাঠগড়ায় তোলেন তিনি। 

এমনকী বিদ্যুৎচুরি নিয়েও এদিন শাসকদলকে বেঁধেন দেবজিৎ। বলেন, তৃণমূল নেতারা হুক করে বিদ্যুৎ নেন। তার দাম চোকাতে হয় সাধারণ মানুষকে। তোষণের রাজনীতি চালাতে রাজ্যের কিছু এলাকায় বিদ্যুতের মিটারের রিডিং নেয় না সরকার। বিদ্যুৎ মাসুল নিয়ন্ত্রণ করা হলে বছরে প্রতিটি মধ্যবিত্ত পরিবারের ৬০০০ টাকা করে বাঁচবে বলে দাবি করেছে বিজেপি। 

বিধানসভায় মারামারি! শুভেন্দুর দিকে তেড়ে গেলেন কংগ্রেস বিধায়ক, ওয়েলে নামলেন মুখ্যমন্ত্রী

দেবজিৎ জানিয়েছেন, আগামী ৯ সেপ্টেম্বর এই নিয়ে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে যুব মোর্চা। ১১ সেপ্টেম্বর কলকাতায় হবে মূল কর্মসূচি। ধর্মতলায় ঘেরাও করা হবে সিইএসসির প্রধান কার্যালয়। 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যে বিদ্যুৎমাসুল কমানোর দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছে বামপন্থী দলগুলি। সেই আলো কাড়তে এবার ময়দানে নামছে বিজেপিও। 

.