প্রাণঘাতী হামলার সুপারি বাংলাদেশি গ্রুপকে, আশঙ্কায় ঠিকানাবদল দিলীপের

বর্তমানে ওয়াই প্লাস ক্যাটগরির নিরাপত্তা পান দিলীপ ঘোষ। 

Updated By: Aug 22, 2019, 05:13 PM IST
প্রাণঘাতী হামলার সুপারি বাংলাদেশি গ্রুপকে, আশঙ্কায় ঠিকানাবদল দিলীপের

নিজস্ব প্রতিবেদন: হামলার আশঙ্কায় বাড়ি বদল করলেন রাজ্য বিজেপির সভাপতি। দিলীপ ঘোষ নিজেই বললেন, 'বাংলাদেশের একটি গ্রুপকে সুপারি দেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন।'

ওয়াই প্লাস ক্যাটগরির নিরাপত্তা পান দিলীপ ঘোষ। তবে তাঁর নিরাপত্তা আগের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে। তাঁর উপরে হামলার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দিয়েছে গোয়েন্দা দফতর। রিপোর্টে বলা হয়েছে, দিলীপ ঘোষের উপরে পরিকল্পনা করে হামলা চালাতে পারে দুষ্কৃতীরা। তাঁর নিরাপত্তা নিয়ে সে কারণে আর ঝুঁকি নিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লির নির্দেশেই ঠিকানা বদল করলেন দিলীপবাবু। নিউটাউনের বাড়ি থেকে উঠে এলেন সল্টলেকে। দিলীপের কথায়, 'আগের বাড়িটা ছোট ছিল। নিরাপত্তা রক্ষীদের থাকার জায়গা অমিল হচ্ছিল। অনেকেই আমার কাছে আসেন। গাড়ি রাখতে অসুবিধা হচ্ছিল। তাছাড়া লোকজনের সঙ্গে কথা বলার জন্য একটা বড়ো ঘরও দরকার।'

তাঁর উপরে হামলার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন দিলীপ। বলেন, 'শুনেছি, বাংলাদেশের একটি গ্রুপকে সুপারি দেওয়া হয়েছে।' কারা আপনাকে মারতে চাইছে? সরাসরি কারও নাম নেননি রাজ্য সভাপতি। তাঁর মন্তব্য, বিজেপির উত্থান সহ্য করতে পারছেন না অনেকে। তারাই এসব করছে। লোকসভা ভোটের আগে থেকেই তো নানা সময়ে হামলা হয়েছে। 

সূত্রের খবর, ওয়াই প্লাস থেকে বাড়িয়ে জেড ক্যাটগরির নিরাপত্তা দেওয়া হতে পারে দিলীপ ঘোষকে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম মুখই দিলীপবাবু। বিজেপির রাজ্য সভাপতি জানন, নিরাপত্তা বাড়ার ব্যাপারে তাঁর জানা নেই। তবে যেভাবে রক্ষীর সংখ্যা বাড়ছে, তাতে একটা ইঙ্গিত তো থাকছে।       

আরও পড়ুন- বিদেশ সফরে মোদী, কাশ্মীর নিয়ে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে একাধিক বৈঠক

.