রাজ্য়ে পালাবদল ঘটাতে বাংলা জুড়ে 'পরিবর্তন যাত্রা'র ডাক BJP-র
রাজ্যকে ৫টি জোনে ভাগ করে 'পরিবর্তন যাত্রা' বের হবে।
নিজস্ব প্রতিবেদন : আজ কলকাতার আইসিসিআরে সাংগঠনিক বৈঠকে মূলত ৬ দফা সিদ্ধান্ত নিল বিজেপি (BJP) নেতৃত্ব। আজকের বৈঠকে মূলত সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করা হয়। যে সব কেন্দ্রীয় নেতারা পর্যবেক্ষক হিসেবে বঙ্গ সফর করেছেন, বৈঠকে তাঁরা তাঁদের উপলব্ধি জানান। তার উপরে মতামত দেন রাজ্য নেতারা। তার ভিত্তিতেই এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোন পথে সংগঠন এগোবে।
বৈঠকে গৃহীত সিদ্ধান্ত:
১) দলের সমস্ত কর্মসূচি এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্পের প্রচারকে একেবারে বুথ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২) একেবারে বুথ পর্যন্ত ভোট পরিচালনা করার কর্মী তৈরি করা হবে।
৩) রাজ্যকে ৫টি জোনে ভাগ করে 'পরিবর্তন যাত্রা' বের হবে।
৪) এক-একটি যাত্রা এক-একটি সাংগঠনিক জোনকে কভার করবে।
৫) প্রত্যেকটি যাত্রাতেই কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন।
৬) বিভিন্ন জোনে গিয়ে এই যাত্রায় শামিল হতে পারেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
সকাল ১১টা থেকে শুরু হয় আজকের এই বৈঠক। বিধানসভা ভোটে হাতে আর মাত্র কিছুদিন-ই বাকি। একুশের বিধানসভা ভোটে বিজেপির টার্গেট বাংলা বিজয়। আর সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছে পদ্মশিবির। আজকের বৈঠকে বিজেপি নেতৃত্ব যে লড়াইয়ের এক প্রস্থ ব্লু প্রিন্ট বানাল, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন, চাল চোর, ত্রিপল চোর, এবার ভ্যাকসিন চোর সরকার : Kailash
'আমরা লস্ট কেস,' নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সভায় যাচ্ছেন না Sisir