বিসর্জন আটকে মহরম, এখন ভোটের আগে পুুজো নিয়ে রাজনীতি করছেন মমতা: BJP

পুজো কর্তাদের মুশকিল আসান হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Reported By: অঞ্জন রায় | Updated By: Sep 24, 2020, 10:50 PM IST
বিসর্জন আটকে মহরম, এখন ভোটের আগে পুুজো নিয়ে রাজনীতি করছেন মমতা: BJP

নিজস্ব প্রতিবেদন: সামনে ভোট। সে কারণে পুজোয় টাকা দিয়ে ভোট কিনতে চাইছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান ঘোষণা নিয়ে এমন অভিযোগই করলেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা। তাঁর কটাক্ষ, দুর্গাপ্রতিমার বিসর্জন আটকে শোভাযাত্রা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন পাপখণ্ডন করছেন। 

রাহুল সিনহা বলেন,''দুর্গাপ্রতিমার বিসর্জন আটকে মহরমের শোভাযাত্রা করেছিলেন, সেই পাপখণ্ডন করতে প্রথমে জনগণের টাকায় ১০ হাজার টাকা দিলেন। তারপর বাড়িয়ে ২৫০০০। এখন ৫০০০০ টাকা। কারণ নির্বাচন সামনে। নির্বাচনকে মাথায় রেখে পুজো নিয়ে রাজনীতি করছেন মমতা। এতে বিনাশ আটকানো যাবে না। বাংলার সর্বনাশ করছেন। ঘুষ দিয়ে এই বিনাশকে আটকানো সম্ভব নয়।''

রাহুলবাবু আরও বলেন,''অর্থ নিয়ে বিনাশ আটাকানোর চেষ্টা করছেন। সব চেষ্টা বিফলে যাবে। টাকা দিয়ে মানুষের মন পাওয়া যাবে না। এটা সরকারের নকল রূপ। নির্বাচনে জিততে পারলে আবার আসল রূপ সামনে চলে আসবে। ওদের উপরে জনগণের বিশ্বাস নেই।''

পুজো তো হবে খরচ জোগাবে কে? কোভিড আবহে মুখ ঘোরাচ্ছেন বিজ্ঞাপনদাতারা? কার ভরসায় হাত দেবেন কাজে? পুজো কর্তাদের মুশকিল আসান হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কর থেকে বিদ্যুতের খরচ নেতাজি ইন্ডোরের সভায় হাত খুলে সাহায্যের আশ্বাস দিলেন। 

আরও পড়ুন- সিভিক ভলান্টিয়ার, আশা কর্মীদের ভাতা বৃদ্ধি, হকারদের পুজো উপহার মমতার

.