বিশরপাড়া কাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি
বিশরপাড়া কাণ্ডের তদন্তভার নিজেদের হাতে নিল সিআইডি। সোমবার বিকেলে সিআইডির একটি দল এয়ারপোর্ট থানায় গিয়ে তদন্তের কাগজপত্র সংগ্রহ করে। নিহত অসীম দামের বাড়িতেও যায় ৪ জনের সিআইডি দলটি। সেই সঙ্গে ঘটনায় ধৃত ৪ জনকেও নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি।
বিশরপাড়া কাণ্ডের তদন্তভার নিজেদের হাতে নিল সিআইডি। সোমবার বিকেলে সিআইডির একটি দল এয়ারপোর্ট থানায় গিয়ে তদন্তের কাগজপত্র সংগ্রহ করে। নিহত অসীম দামের বাড়িতেও যায় ৪ জনের সিআইডি দলটি। সেই সঙ্গে ঘটনায় ধৃত ৪ জনকেও নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি।
দোলের দিন ভাগ্নিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে প্রাণ দিতে হয়েছিল কলকাতা পুলিসের কনস্টেবল অসীম দামকে। এই ঘটনায় ৭ জনের নামে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেছিল তাঁর পরিবার। এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। এদিকে রবিবারই এয়ারপোর্ট থানার আইসিকে সরিয়ে দেওয়া হয়েছে।