মনোনয়ন পেশ মান্নানের, সংখ্যা-সংকটে তৃণমূল

রাজ্যসভায় আবদুল মান্নানকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কংগ্রেস হাইকম্যান্ড। সোমবার পর্যবেক্ষকের উপস্থিতিতেই, মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই, রাজ্যসভার নির্বাচনকে ঘিরে পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। কংগ্রেস আশাবাদী, বামেদের সাহায্য ছাড়াই জিতবে তারা।

Updated By: Mar 19, 2012, 05:49 PM IST

রাজ্যসভায় আবদুল মান্নানকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কংগ্রেস হাইকম্যান্ড। সোমবার পর্যবেক্ষকের উপস্থিতিতেই, মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। কংগ্রেস প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই, রাজ্যসভার নির্বাচনকে ঘিরে পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। কংগ্রেস আশাবাদী, বামেদের সাহায্য ছাড়াই জিতবে তারা।
পঞ্চায়েত-পৌরসভায় আকছারই মুখোমুখি হয় কংগ্রেস-তৃণমূল। শিলিগুড়ি পুরবোর্ড গঠন, রায়গঞ্জ পৌরসভায় শরিকি লড়াইয়ের বিস্তৃত চিত্রনাট্য দেখেছেন রাজ্যবাসী। এবার তার জের শরিকি রাজনীতির সর্বোচ্চ স্তরেও। রাজ্যসভার ভোটে এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি সংঘাত গেল কংগ্রেস। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঁচ জন সদস্য নির্বাচিত হয়ে থাকেন। আগেই মনোনয়ন পেশ করেছেন একজন বাম ও চার তৃণমূল প্রার্থী। সোমবার কংগ্রেসের হয়ে মনোনয় জমা দিলেন আবদুল মান্নান।
কংগ্রেস মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘাত চরমে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন। গতবার রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিলেন তাঁরা। পরিবর্তে এবার তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা ছিল তৃণমূলের। তৃণমূলনেত্রীর এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতার। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, "তৃণমূলের সঙ্গে কোনওদিন এই ধরনের কোনও চুক্তি করেনি কংগ্রেস।"
কংগ্রেস প্রার্থী দেওয়ায় জটিল হয়ে উঠেছে ভোট অঙ্ক। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয় কার্যত সুতোর ওপর ঝুলছে। বিধানসভায় কংগ্রেসের ৪২ জন বিধায়ক রয়েছেন। এছাড়া চোপড়ার নির্দল বিধায়ক হামিদুল রহমানের সমর্থন কংগ্রেসের দিকেই রয়েছে বলে মনে করা হচ্ছে। ওদিকে রাজ্যসভায় তিন জন প্রার্থীকে জেতানোর পর তৃণমূলের হাতে অবশিষ্ট থাকার কথা ৩৮ জন বিধায়ক। কিন্তু সোমবারই দাসপুরের বিধায়ক অজিত ভুঁইয়ার মৃত্যুতে সংখ্যাটা আরও এক কমে দাঁড়িয়েছে ৩৭। এছাড়া দু'জন বিধায়কের গুরুতর অসুস্থতা এবং মোর্চা নেতৃত্বের ভোট বয়কটের সিদ্ধান্ত, চিন্তা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস শিবিরে। বিধানসভায় মোর্চার ৩ জন বিধায়ক। তাছাড়া কালচিনির বিধায়ক উইলসন চম্প্রমারিও মোর্চার বিধানসভা বয়কটে অংশগ্রহণ করছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বামেদের ভূমিকাও। যদিও কংগ্রেস নেতৃত্ব আগাম জানিয়ে দিয়েছে, বামেদের সমর্থন তাঁদের প্রয়োজন নেই।
আবদুল মান্নানের মনোনয়নকে কেন্দ্র করে সোমবার প্রদেশ কংগ্রেসের সর্বস্তরের নেতাই হাজির হয়েছিলেন বিধানসভা ভবনে। চলছে জল্পনা।

.