দমদম সেন্ট্রাল জেলে পৌঁছচ্ছে হেরোইন, মোবাইল

বাইরে থেকে জেলের ভিতরে ছোড়া হল হেরোইন, মোবাইল, মোবাইল চার্জার। দমদম সেন্ট্রাল জেলের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। নিরাপত্তারক্ষীর তত্‍পরতায় ধরা পড়ল অভিযুক্ত। আজ দুপুর বারোটা নাগাদ জেলের বাইরের পাঁচিল দিয়ে মোবাইল, চার্জার ও হেরোইন ছুড়ছিল দুর্গানগরের বাসিন্দা ওই যুবক। জেলের দু নম্বর টাওয়ারে থাকা  নিরাপত্তরক্ষীর নজরে আসে বিষয়টি।রক্ষীর চিত্‍কারে ছুটে আসেন পথচলতি মানুষ। ধরা পড়ে যায় যুবক।

Updated By: Nov 30, 2014, 07:55 PM IST
দমদম সেন্ট্রাল জেলে পৌঁছচ্ছে হেরোইন, মোবাইল

কলকাতা: বাইরে থেকে জেলের ভিতরে ছোড়া হল হেরোইন, মোবাইল, মোবাইল চার্জার। দমদম সেন্ট্রাল জেলের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। নিরাপত্তারক্ষীর তত্‍পরতায় ধরা পড়ল অভিযুক্ত। আজ দুপুর বারোটা নাগাদ জেলের বাইরের পাঁচিল দিয়ে মোবাইল, চার্জার ও হেরোইন ছুড়ছিল দুর্গানগরের বাসিন্দা ওই যুবক। জেলের দু নম্বর টাওয়ারে থাকা  নিরাপত্তরক্ষীর নজরে আসে বিষয়টি।রক্ষীর চিত্‍কারে ছুটে আসেন পথচলতি মানুষ। ধরা পড়ে যায় যুবক।

জেলের ভেতর থেকে দুটি মোবাইল ও দুটি চার্জার উদ্ধার করে পুলিস। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে দমদম থানার পুলিস। কোন আসামিকে এই সব সামগ্রীর জোগান দেওয়া হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিস।

 

.