ভারতী দেবীর শেষকৃত্য সম্পন্ন

প্রয়াত অভিনেত্রী ভারতী দেবীর শেষকৃত্য সম্পন্ন হল। কেওড়াতলা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। তার আগে এক ঘণ্টার জন্য তাঁর দেহ নন্দনে নিয়ে যাওয়া হয়। প্রবাদপ্রতিম শিল্পীকে শ্রদ্ধা জানাতে আগামী সপ্তাহে স্মরণসভার আয়োজন করছে নন্দন কর্তৃপক্ষ।

Updated By: Dec 30, 2011, 08:48 PM IST

প্রয়াত অভিনেত্রী ভারতী দেবীর শেষকৃত্য সম্পন্ন হল। কেওড়াতলা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। তার আগে এক ঘণ্টার জন্য তাঁর দেহ নন্দনে নিয়ে যাওয়া হয়। প্রবাদপ্রতিম শিল্পীকে শ্রদ্ধা জানাতে আগামী সপ্তাহে স্মরণসভার আয়োজন করছে নন্দন কর্তৃপক্ষ।
 
রুপোলি পর্দায় এই অভিনেত্রীর উপস্থিতি ছিল দীর্ঘ দিনের। বলা ভাল, দীর্ঘ সময়ের। তাঁর কর্মজীবন বিশাল ফ্রেমের। দেবকী বসু থেকে গৌতম ঘোষ। জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য থেকে উত্তমকুমার। ভারতী দেবীর দীর্ঘ অভিনয় জীবনে ফ্রেমবন্দি হয়েছেন বহু স্টলওয়ার্ট।
২০১২ সূর্য আর দেখা হল না ভারতী দেবীর। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গেই অবসান ঘটল একটি যুগের, যে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের বডড় হয়ে ওঠার সাক্ষী। সাক্ষী টালিগঞ্জের বয়জেষ্ঠ অভিনেত্রী যখন পৃথিবী ছাড়লেন, তখন তাঁর জীবন পথের দৈর্ঘ্য ৯০ বছর।
১৯২১ সালের ২৩ অক্টোবর কলকাতায় জন্ম হয় ভারতী দেবীর। অভিনয় জীবনে আসার আগে তাঁর নাম ছিল মহামায়া দাস। ফিল্মের অডিশনের জন্য বিমল রায় তাঁর প্রথম ফোটোশ্যুট করেন। বাংলা ফিল্মে তখন কানন দেবী, ছায়া দেবীর মতো অভিনেত্রীদের রমরমা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর মহামায়া দাস বদলে গেলেন ভারতী দেবীতে। একটা সময় তিনিই ছিলেন লাক্সের বিজ্ঞাপনের প্রথম বাঙালি মডেল।
১৯৪১ সালে ডাক্তার ফিল্মে প্রথম অভিনয় করেন ভারতী দেবী। উত্তম জমানা শুরু হওয়ার আগে তাঁর ও অসিত বরণের জুটি ছিল বাংলা ফিল্মে অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক জুটি। তাঁর বিপরীতে নায়ক পঙ্কজ মল্লিক ও জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য।
দেবকী বসু থেকে সত্যজিত রায়, তপন সিনহা থেকে গৌতম ঘোষ, কোন্ পরিচালকের সঙ্গে কাজ করেননি প্রবাদ প্রতিম এই শিল্পী! শুধু তাই নয়। এক একজন স্বনামধন্য চিত্রপরিচালকের সঙ্গে কাজ করেছেন একাধিকবার। সত্যজিত্ রায়ের পরশপাথর, নায়ক, তপন সিনহার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ভারতী দেবী।
নিউ থিয়েটার স্টুডিওর অভিনেত্রীদের মধ্যে একমাত্র ভারতী দেবী বেঁচে ছিলেন। তাঁর সময়ে ভারতীয় চলচ্চিত্রে নিউ থিয়েটারের বড় ভূমিকা ছিল। বাংলা ও হিন্দি, দুই ভাষাতেই ফিল্ম তৈরি হোত নিউ থিয়েটারে। বাংলা ফিল্মের পাশাপাশি বহু হিন্দি ফিল্মে চুটিয়ে কাজ করেছেন তিনি। সাগরসঙ্গম ফিল্মে অভিনয়ের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান তিনি। নির্জন সৈকতে ফিল্মে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। গৌতম ঘোষের যাত্রা ছবিতে তাঁর শেষ অভিনয়। অনেক দিন ধরেই বয়সজনিত নানা অসুখে ভুগছিলেন ভারতী দেবী। সময়ের দাবি মেনে তিনি চলে গেলেন। অক্ষয় হয়ে রয়ে গেল তাঁর দীর্ঘ অভিনয় জীবনের নক্ষত্রখচিত ফ্রেম।

.